তেহরান (ইকনা): আগামী কয়েক মাসের মধ্যেই সৌদি আরবের হাতে থাকা যুক্তরাষ্ট্রের নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের আকাশ প্রতিরক্ষা মিসাইল ফুরিয়ে যাবে। রোববার মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে এই খবর জানানো হয়। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘এটি জরুরি এক পরিস্থিতি।’

সৌদি আরবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর রকেট হামলা বাড়ার মধ্যেই উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের মিসাইল প্রযুক্তি সরিয়ে নিতে ওয়াশিংটন প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘উপসাগরীয় অন্য স্থান থেকে তারা এটি (মিসাইল) পেতে পারে এবং আমরা এই বিষয়ে কাজ করছি। এটি দ্রুততর বিকল্প হতে পারে।’
এদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে মিসাইলের জন্য অনুরোধ করছে বলে রিয়াদ থেকে দুই ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে নিশ্চিত করেছেন।
এদিকে অপর এক মার্কিন কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসের কাছে বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ সৌদি আরবে তিন শ’ ৭৫টি আন্তঃসীমান্ত হামলা চালিয়েছে, যার বেশিরভাগ তেল অবকাঠামো, বিমানবন্দর ও শহরাঞ্চল লক্ষ্য করে করা হয়েচে।
তিনি বলেন, যে হারে এই হামলা বাড়ছে, তাতে সৌদির হাতে থাকা আকাশ প্রতিরক্ষা মিসাইল দ্রুততর গতিতে ফুরিয়ে যাবে।
সূত্র : আলজাজিরা