IQNA

ফার্সি নববর্ষ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানালেন সর্বোচ্চ নেতা

20:30 - March 20, 2022
সংবাদ: 3471577
তেহরান (ইকনা): ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে ইরানি জনগণসহ ফার্সি ভাষাভাষী অঞ্চলের সবগুলো দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানেরস সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

আজ (রোববার) ইরানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩ মিনিটে নতুন ফার্সি বছর ১৪০১ সাল শুরু হয় এবং বছরের প্রথম প্রহরেই ইরানের রেডিও টেলিভিশন থেকে একযোগে সর্বোচ্চ নেতার বাণী প্রচার করা হয়। পার্সটুডে
 
নববর্ষের বাণীতে সর্বোচ্চ নেতা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে বিগত ফার্সি ১৪০০ সালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলে বর্ণনা করেন। তিনি বলেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং টিকাদান কর্মসূচির মাধ্যমে এই ভাইরাস নির্মূলের ক্ষেত্রে অগ্রগতি অর্জন ছিল বিগত ফার্সি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
 
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিগত ফার্সি বছরে আমেরিকা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে যে, তাদের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জনগণের প্রতিরোধের কারণে এই বিজয় অর্জিত হয়েছে এবং প্রকৃতপক্ষে ইরানি জনগণ বিজয়ী হয়েছে।
 
সর্বোচ্চ নেতা বিজ্ঞান-ভিত্তিক পণ্য উৎপাদন ও কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে ইরানের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি অভ্যন্তরীণ পণ্য উৎপাদনের প্রতি বিগত বছরগুলোতে যে তাগিদ দিয়েছেন তার পুনরাবৃত্তি করে বলেন, তার আহ্বানে কিছুটা হলেও ফল হয়েছে এবং দেশে নতুন নতুন অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় উপায় হওয়ার কারণে তিনি অভ্যন্তরীণ উৎপাদনের ওপর এতটা জোর দিচ্ছেন। তিনি বলেন, উৎপাদন বাড়লে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মুদ্রাস্ফীতি কমবে, মাথাপিছু আয় বাড়বে এবং সার্বিকভাবে জনসাধারণের জীবনমান উন্নত হবে।
 
 
ইরানের সর্বোচ্চ নেতা তাঁর নববর্ষের বাণীতে আরো বলেন, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির একটি মনস্তাত্ত্বিক প্রভাবও রয়েছে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বেড়ে যায় এবং জাতি হিসেবে দেশের জনগণ গর্ব অনুভব করে।
 
ইরানের সর্বোচ্চ নেতা প্রতি ফার্সি বছরের স্লোগান হিসেবে সুনির্দিষ্ট কিছু বিষয়কে বাছাই করেন। তিনি ‘বিজ্ঞান-ভিত্তিক উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি’কে ফার্সি ১৪০১ সালের স্লোগান হিসেবে ঘোষণা করেন।
 
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের কোটি কোটি মানুষ আজ নওরোজ বা ফারসি নববর্ষ ১৪০১ সালের প্রথম দিন উদযাপন করছেন। ইরানে প্রায় ১৫ দিন ধরে চলবে ঐতিহ্যবাহী এ উৎসব। নওরোজ উদযাপনের কারণে থেমে গেছে রাজধানী তেহরানের সব ব্যস্ততা। জনবহুল তেহরান শহর এখন একেবারেই ফাঁকা। iqna
captcha