
গত বুধবার (২৪ আগস্ট) সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদি ভিশন ২০৩০ পূরণের লক্ষ্যে গৃহীত প্রকল্প চালু হয়। সৌদির অর্থনৈতিক অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিল ও সরকারি বিনিয়োগ তহবিল (পিআইএফ) এর তত্ত্বাবধানে তা বাস্তবায়ন করা হচ্ছে। ‘রুওয়া আল মদিনাহ হোল্ডিং কম্পানি’ নামের প্রতিষ্ঠানটি মদিনার নগরীর উন্নয়ন, পরিচালনা ও রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে কাজ করে।
খবরে আরো জানা যায়, পবিত্র মদিনার প্রতি সৌদি সরকারে ক্রমাগত সমর্থনের ইঙ্গিত হিসাবে প্রকল্পটি সর্বোচ্চ আন্তর্জাতিক মানদণ্ডে বাস্তবায়িত হবে। আধুনিক ইসলাম ও সাংস্কৃতিক অবকাঠামোগত সুসংহত করতে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় থাকবে বিলাসবহুল সুবিধাসহ ৪৭ হাজার হোটেল রুম। ১৫ লাখ বর্গমিটার ভূমির ৬৩ ভাগ হবে উন্মুক্ত ও সবুজ। এতে ৯টি বাস স্টপ, ১টি মেট্রো স্টেশন, স্ব-চালিত যানবাহনের ট্র্যাক ও আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ সুবিধা থাকবে।
এখান থেকে খুব সহজেই মসজিদ, পাশ্ববর্তী আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্রে যাওয়া যাবে। মহানবী মুহাম্মদ (সা.) ও সাহাবিদের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এ প্রকল্পের অন্তর্ভূক্ত থাকবে। মদিনার সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সূত্র : আরব নিউজ