IQNA

ইসরাইলি নারী সেনার ওপর ইহুদি কিশোরের হামলা

15:42 - November 22, 2022
সংবাদ: 3472865
তেহরান (ইকনা): ইসরাইলের সেনাবাহিনীর (আইডেএফ) এক নারী সদস্যের ওপর হামলার দায়ে ১৭ বছরের এক ইহুদি কিশোরকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। 
অধিকৃত পশ্চিমতীরের প্রাচীন শহর হেবরনে গত শনিবার ইহুদিদের এক ধর্মীয় উৎসবে ফিলিস্তিন ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে ওই নারী আইডিএফ সদস্য হামলার শিকার হন। পরে ভিডিও ফুটেজ দেখে ওই কিশোরকে শনাক্ত করে মঙ্গলবার তাকে গ্রেফতার করে জেরুজালেম মেজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 
 
শনিবার উগ্রপন্থি ইহুদিরা ইসরাইলের পতাকা নিয়ে হেবরন শহরে মিছিল করতে গেলে ফিলিস্তিরা তাদের ধাওয়া করেন। এ সময় ইসরাইলি ও ফিলিস্তিনি যুবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ থামাতে গেলে ইহুদি যুবকরা ইসরাইলি সেনাদের ওপরও হামলা চালায়। খবর জেরুজালেম পোস্টের। 
 
অপরদিকে, লেবাননে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মোসাদের ওই চরের নাম হুসেইন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম। দেশটির আল-আখবার নামে এক পত্রিকায় সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে। একে বলা হয়েছে, লেবাননের ওই নাগরিককে তানজানিয়ায় মোসাদ এজেন্টের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তানজানিয়ায় মোসাদের ওই কর্মকর্তার ছদ্মনাম ছিল আলহাজ সেলিম। 
 
পত্রিকাটি আরও জানায়, লেবাননের ওই নাগরিকের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়ায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। তারা বিষয়টি তাদের সামরিক গোয়েন্দা বিভাগকে জানায়। গোয়েন্দা বিভাগ তদন্ত শেষে নিশ্চিত হয় যে সন্দেহভাজন লেবাননের নাগরিক ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছে। পরে তাকে নিজ গ্রাম আল-গাসানিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক আল-আখবার। জেরুজালেম পোস্ট।
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha