IQNA

আইয়ামে ফাতিমিয়্যা উপলক্ষে ওস্তাদ দারেস্তানী'র কিছু উপদেশ 

0:07 - December 26, 2022
সংবাদ: 3473063
তেহরান (ইকনা): বন্ধুরা, আইয়ামে ফাতিমিয়্যাতে (মা ফাতিমা সা.-এর শোকের দিনগুলোতে) কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে!
বন্ধুরা, আইয়ামে ফাতিমিয়্যাতে (মা ফাতিমা সা.-এর শোকের দিনগুলোতে) কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে!
 
মাতমকরীদের খুব ভালো করে মাতাম করতে হবে!
ক্রন্দনকারীদের ভালো করে কান্না করতে হবে! 
খাইয়্যেরীন স্পন্সরদের (দাতাদের) খুব ভালো করে খরচ করতে হবে!
যাদের সম্পদ আছে তারা যেন ভালো‌‌ করে ওয়াকফ করে!
 
জানো তো, মহররম মাসে যেই হাজার জন ইমাম হুসাইন (আ.)-এর জন্য মাতম করে তার থেকে একশ জনেরও সৌভাগ্য হয়‌ না আইয়ামে ফাতিমিয়্যাতে হযরত যাহরা (সা.)-এর জন্য মাতম করার! 
 
মহররম মাসে যেই হাজার জন ইমাম হুসাইন (আ.)-এর জন্য শোকের কালো কাপড় পরে তাদের থেকে একশ জনেরও সৌভাগ্য হয়‌ না আইয়ামে ফাতিমিয়্যাতে হযরত ফাতিমা যাহরা (সা.)-এর জন্য শোকের পোষাক পরার!
 
মহররম মাসে যেই হাজার জন ইমাম হুসাইন (আ.)-এর জন্য খরচ করে তাদের মধ্য থেকে একশ জনেরও সৌভাগ্য হয়‌ না আইয়ামে ফাতিমিয়্যাতে হযরত যাহরা (সা.)-এর জন্য খরচ করার! 
 
এই আইয়ামে ফাতিমিয়্যার মাস বিশেষ ব্যক্তিদের মাস!
 
যে কেউ এই স্পেশাল দস্তরখানায় বসার সুযোগ পায় না!! 
এই আয়োজনে কেউ যদি বসার সুযোগ পায় তাহলে‌ সে যেন নিজের কদর বুঝে!
 
আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম!
 
ইসলামী সংস্কৃতি জীবনধারা_তিব্ব

 

captcha