IQNA

আল্লাহ কর্তৃক অন্যের দোষত্রুটি লুকিয়ে রাখা, মানুষের জন্য আদর্শস্বরূপ

9:04 - March 26, 2023
সংবাদ: 3473521
ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন: আল্লাহর কাছ থেকে অন্যের সম্মান রক্ষা ও দোষত্রুটি গোপন করার শিক্ষা নাও।

হাওযা-এ ইলমিয়ার শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জাওয়াদ মুহাদ্দেসী “মুনাজাতে শাবানিয়ার ব্যাখ্যায় উক্ত দোয়ার কয়েকটি পঙক্তি উল্লেখ করে সুন্দর কিছু বক্তব্য দেন। নিম্নে সেই বক্তব্য হতে উল্লেখ করা হল।
মুনাজাতে শাবানিয়ার একটি অংশে আমরা আল্লাহকে উদ্দেশ্য করে বলি:
إِلٰهِى كَيفَ آيَسُ مِنْ حُسْنِ نَظَرِكَ لِى بَعْدَ مَماتِى وَأَنْتَ لَمْ تُوَلِّنِى إِلّا الْجَمِيلَ فِى حَيَاتِى؛ إِلٰهِى تَوَلَّ مِنْ أَمْرِى مَا أَنْتَ أَهْلُهُ، وَعُدْ عَلَىَّ بِفَضْلِكَ عَلىٰ مُذْنِبٍ قَدْ غَمَرَهُ جَهْلُهُ. إِلٰهِى قَدْ سَتَرْتَ عَلَىَّ ذُنُوباً فِى الدُّنْيا وَأَنَا أَحْوَجُ إِلىٰ سَتْرِها عَلَىَّ مِنْكَ فِى الْأُخْرىٰ.
পূর্ববর্তী আয়াতে আমরা পড়েছি যে: হে আল্লাহ, সারাজীবন আপনার কল্যাণ ও অনুগ্রহ আমার সাথেই ছিল। আমি আশা করি মৃত্যুর পরে আমার থেকে এই কল্যাণ ও অনুগ্রহ ছিন্ন করবেন না। মৃত্যুর পরে আপনার অনুগ্রহ পাবার ব্যাপারে কীভাবে হতাশ হতে পারি? যখন সারাজীবন আপনি আমার প্রতি দয়া এবং সৌন্দর্য ব্যতীত কোন ব্যবহার করেননি।
আমাদের পুরোটা জীবন আল্লাহর অনুগ্রহ ও দয়ার উপর নির্ভর করে আর তাই আমরা আশা করি মৃত্যুর পরে তিনি আমাদের সাথে অনুরূপ আচরণ করবেন।
«وَعُدْ عَلَىَّ بِفَضْلِكَ عَلىٰ مُذْنِبٍ قَدْ غَمَرَهُ جَهْلُهُ؛ خدایا بر من و به سوی من بازگرد با آن فضل خودت»
অর্থাৎ, তোমার কল্যাণ ও দয়া আমাকে দান কর। আমি এমন একজন পাপী যার সমগ্র অস্তিত্ব অজ্ঞতায় ডুবে গেছে। সাধারণত মানুষের গোনাহ করার পিছে কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা। মূলত আল্লাহ মুমিনদের জন্য কি পুরস্কার রেখেছেন সে সম্পর্কে অজ্ঞতা।
বান্দাদের প্রতি আল্লাহ সাত্তার (অন্যের দোষ-ত্রুটি গোপনকারী) হওয়াটা সকলের জন্য আদর্শ:
«إِلٰهِى قَدْ سَتَرْتَ عَلَىَّ ذُنُوباً فِى الدُّنْيا وَأَنَا أَحْوَجُ إِلىٰ سَتْرِها عَلَىَّ مِنْكَ فِى الْأُخْرىٰ»
হে আল্লাহ, দুনিয়াতে আমি যে পাপ করেছি তা আপনি গোপন রেখেছেন, কিন্তু আমি পরকালেও আপনার নিকট একই আচরণ কামনা করছি। আমরা দোয়া কুমাইলে পাঠ করি: «ولا تفضحنی بخفی ماالطلعت علی من سری»؛
হে আল্লাহ, আমাকে এমন খারাপ কাজের জন্য অপমানিত করবেন না যেগুলো সম্পর্কে আপনি জানেন এবং অন্যরা জানেন না। ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন যে, আল্লাহর কাছ থেকে অন্যের সম্মান রক্ষা ও দোষত্রুটি গোপন করার শিক্ষা নাও। অন্যের অপমানের কারণ হইয়ো না। হে আল্লাহ, আপনি এই পৃথিবীতে যেমন আমার দোষত্রুটিগুলো গোপন রেখেছেন, তেমনি পরকালে গোপন রাখার বিষয়ে প্রত্যাশা করছি।
«إِلٰهِى قَدْ أَحْسَنْتَ إِلَىَّ إِذْ لَمْ تُظْهِرْها لِأَحَدٍ مِنْ عِبادِكَ الصَّالِحِينَ فَلا تَفْضَحْنِى يَوْمَ الْقِيامَةِ عَلىٰ رُؤُوسِ الْأَشْهادِ. إِلٰهِى جُودُكَ بَسَطَ أَمَلِى، وَعَفْوُكَ أَفْضَلُ مِنْ عَمَلِى. إِلٰهِى فَسُرَّنِى بِلِقائِكَ يَوْمَ تَقْضِى فِيهِ بَيْنَ عِبادِكَ. إِلٰهِى اعْتِذارِى إِلَيْكَ اعْتِذارُ مَنْ لَمْ يَسْتَغْنِ عَنْ قَبُولِ عُذْرِهِ فَاقْبَلْ عُذْرِى يَا أَكْرَمَ مَنِ اعْتَذَرَ إِلَيْهِ الْمُسِيئُونَ.»
হে আল্লাহ, আপনি আমাকে অনুগ্রহ করেছেন যে, আপনি আপনার কোন ধার্মিক বান্দার কাছে আমার দোষত্রুটিগুলো প্রকাশ করেননি। যেভাবে দুনিয়াতে আমাকে লাঞ্ছিত করেননি, বিচার দিবসেও অন্যদের সামনে আমাকে অপদস্থ করবেন না। «رُؤُوسِ الْأَشْهادِ» অর্থাৎ যেখানে অনেক সাক্ষী এবং পর্যবেক্ষক আছে। পুনরুত্থানের দিন হল মানুষের সমবেত হবার দিন। যেদিন ভাল মন্দ সকল কাজের বিচার হবে।

captcha