IQNA

দোয়া সাহর”-এ নূর-এ এলাহি অর্থ

0:31 - March 29, 2023
সংবাদ: 3473539
তেহরান (ইকনা): প্রসিদ্ধ দোয়া সাহর-এ নূর-এ এলাহি শব্দের অতি সুন্দর অর্থ প্রকাশিত হয়েছে।

রমজানের সাহরীর সময় পাঠ করার দোয়াগুলিকে সাধারণত দোয়া-এ সাহর বলা হয়ে থাকে। এর মধ্যে প্রসিদ্ধটি ইমাম বাকির (আ.)-এর সূত্রে ইমাম রেজা (আ.) বর্ণিত দোয়া। দোয়াটিاللَّهُمَّ إِنِّی أَسْأَلُک مِنْ بَهَائِک بِأَبْهَاهُ وَ کلُّ بَهَائِک بَهِی বাক্যের মাধ্যমে শুরু হয়। দোয়াটি ইকবালুল আমালের মত পুরাতন গ্রন্থে বর্ণিত হয়েছে। মুসলমানেরা দোয়াটি রমজান মাসে সাহরীর সময় পাঠ করে থাকেন।
দোয়াটির প্রতিটি অংশে তিনটি বাক্য রয়েছে। এর একটি অংশে আমরা পড়ে থাকি: اللهم انی اسئلک من نورک بانوره “হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার নূরের সর্বোত্তম মরতবার ওসীলায় আহবান করছি।” و کل نورک نیّر “আপনার নূরের সমস্ত মরতবা আলেকিত” এবং اللهم انی اسئلک بنورک کله “হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার সমস্ত ওসীলায় আহবান করছি।” প্রথম বাক্যে প্রার্থনা এবং আকাঙ্ক্ষা উপস্থাপিত হয়েছে। দ্বিতীয় বাক্যটিতে সংবাদ এবং বিবৃতি প্রকাশ পেয়েছে। তৃতীয় বাক্যে পুনরায় প্রার্থনা ও আকাঙ্ক্ষা উপস্থাপন করা হয়েছে কিন্তু প্রথম আহবানের তুলনায় কিছুটা পার্থক্য রেখে।
এই বাক্যকে কয়েক ভাবে অর্থ করা যেতে পারে। প্রথম অর্থ হল, প্রথম বাক্যে প্রত্যেক ব্যক্তি আল্লাহর নূরের সর্বোচ্চ মরতবাকে উদ্দেশ্য করেছে অতঃপর বুঝতে পেরেছে যে, আল্লাহর নূর সমস্ত সৃষ্টিকুলকে আবিষ্ট করে রেখেছে তবে এই সর্বব্যাপী নূর তাদের ক্ষমতা অনুযায়ী পৃথক। সকল অস্তিত্ব আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং সকল প্রাণীর মধ্যে আল্লাহর নূরের প্রভাব বিদ্যমান।
সবকিছুই আল্লাহর নূরের অন্তর্ভুক্ত তাই, একজন মুমিন এই আলোকে সর্বত্র দেখতে পায়, তা সূর্যে হোক বা একটি ছোট প্রাণীতে হোক। কারণ উভয়ই আল্লাহ কর্তৃক সৃষ্ট।
মানুষের উচিত নয় তাদের মন এবং হৃদয়কে একটি নির্দিষ্ট নূরের মধ্যে সীমাবদ্ধ করা। আল্লাহর নূর যে কোন উদ্ভিদ, সমুদ্র, মরুভূমি এবং প্রাণীর মধ্যে পাওয়া যায়।
اللهم انی اسئلک بنورک کله؛
হে আল্লাহ, তৌহিদে বিশ্বাসী হিসাবে আমি সাক্ষ্য দিচ্ছি যে, সমগ্র মহাবিশ্ব আপনার নূর দ্বারা আলোকিত এবং এর প্রকাশের অন্য কোন উৎস নেই। মহাবিশ্ব সম্পর্কে একজন বিশ্বাসীর এমনই দৃষ্টিভঙ্গি হয়ে থাকে।
দোয়া সাহরের ব্যাখ্যায় হাওযা-এ এলমিয়ার উচ্চ পর্যায়ের অধ্যাপক হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমীন মোহাম্মদ সরোশ মাহল্লাতীর বাণী থেকে উদ্ধৃত।

captcha