IQNA

জুমার খতিব;

ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থা নারীদের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি টার্নিং পয়েন্ট

19:23 - May 19, 2023
সংবাদ: 3473772
তেহরান (ইকনা): তেহরানে জুমার নামাজের দ্বিতীয় খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন: "ইরানে মেয়েদের পরিস্থিতি এমন একটি স্থানে রয়েছে যা বিশ্বের অন্য কোথাও নেই।" ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থা নারী ও মেয়েদের সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি টার্নিং পয়েন্ট, তাই আজ আপনি এই ৪৪ বছরে মহিলাদের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রের উন্নয়ন দেখতে পাচ্ছেন; আল-জাহরা ইউনিভার্সিটি এবং সেমিনারি শত শত নারী আইনবিদ, মুজতাহিদ এবং লেখকদের পরিচয় করিয়ে দিয়েছে।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আজ, ১৯শে মে, তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সপ্তাহের জুমার নামাজের প্রথম খুতবায় বলেছেন যে তাকওয়া হল একজন ব্যক্তির প্রকৃতির সুরক্ষা এবং রোগ প্রতিরোধ। এছাড়াও তাকওয়াকে আত্মা এবং শরীর ও শয়তান এবং দুষ্টুমির বিরুদ্ধে দুর্গ হিসেবে আক্ষা করে তিনি বলেন: তাকওয়া হল আল্লাহর সাথে সংযোগ এবং আল্লাহর উপর নির্ভরতা।
 
তেহরানের জুমার খতিব আরও বলেন: বিভিন্ন ক্ষেত্রে চোখ ধাঁধাঁনো সাফল্যই ইরানের বিরুদ্ধে শত্রুদের সর্বাত্মক যুদ্ধ ও চাপ সৃষ্টির প্রধান কারণ।
 
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আরও বলেন: শত্রুরা জনগণকে হতাশ করতে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের উপায় হিসেবে সম্ভাব্য সকল হাতিয়ার নিয়ে মাঠে নেমেছে। কিন্তু ইরানের সাহসী জাতি শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এখনও দৃঢ়তার সঙ্গে মাঠে দাঁড়িয়ে আছে।
 
জনাব সিদ্দিকী বলেন: শত্রুরা যতই  অপপ্রচার করুক না কেন ইরানি জাতি শহীদদের রক্তে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রাখবে। জাতি দু:খ-কষ্টের মধ্যেও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার আনুগত্য করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন: ইরানের জনগণ জাঁকজমকের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ উদযাপন করেছে। তারা সমগ্র ইরানজুড়ে বিশ্ব কুদস দিবসের স্বতস্ফূর্ত মিছিল করেছে। ইরানি জাতি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
 
জনাব সিদ্দিকী আরও বলেন: ইরানের জনগণ ইসলামী বিপ্লব বিজয়ের ৪৩ বছরে শত্রুদের সকল ষড়যন্ত্র, অনুপ্রবেশ এবং হস্তক্ষেপ মোকাবেলা করে বীবত্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
 
আহলে বাইতের মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে হযরত মাসুমার (সা) জন্মবার্ষিকী উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন জানান জুমার খতিব। তিনি তাঁর অনন্য ব্যক্তিত্বের কথা স্মরণ করেন এবং তাঁর জন্মদিনকে 'কন্যা দিবস' নামকরণের সার্থকতা বর্ণনা করেন। বিশিষ্ট এই আলেম বলেন: কন্যা দিবস নামকরণ থেকে প্রমাণিত হয় ইরানে মেয়েদের  বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে। 4141759
captcha