IQNA

তেহরানের খতিব:

জাতীয় এবং আন্তর্জাতিক অর্থনীতির উপাদানগুলির মধ্যে একটি যৌক্তিক সংযোগ স্থাপন / জনমত পর্যবেক্ষণের গুরুত্ব

21:35 - May 26, 2023
সংবাদ: 3473799
তেহরান (ইকনা): তেহরানে জুমার নামাজের প্রথম খুতবায়  হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেছেন: মানুষ ঠিক যেমন তাদের পূর্ববর্তী শাসকদের সমালোনা করতো, তোমান আজও মানুষ তাদের বর্তমান শাসকদের সমালোচনা করছে।
তিনি বলেন: হযরত আলী (আ.) মালিককে সম্বোধন করে বললেনঃ “হে মালেক, তোমাকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয় পরিচালনার পদে অধিষ্ঠিত করা হয়েছে এবং জেনে রেখো যে, তোমার আগে এ দেশে অন্যায় ও ন্যায়পরায়ণ শাসকরা শাসন করেছে। এদেশে হযরত ইউসুফ (আ.) মিসরের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এবং সেখানে ব্যাপক পরিবর্তন সাধন করেন, কিন্তু অন্যদিকে ফেরাউনরা এদেশে শাসন করেছে, যে সরকারগুলো ছিল জুলুমের প্রতীক। অতএব, তুমি এই বিশাল রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক ইতিহাসের মুখোমুখি হচ্ছেন এবং তোমাকে এটি থেকে শিক্ষা নিতে হবে।"
 
তিনি আরো বলেন: সত্য ও ন্যায়ের পথে পা রাখার জন্য ক্ষমতার অনুকূল অবস্থা রয়েছে। আজ, মানুষ তাদের বর্তমান শাসকদের সমালোচনা করে যেমন তারা পূর্ববর্তী শাসকদের সমালোচনা করে। জনগণের রায় ধার্মিক লোকদের চিনতে একটি সূচক। জনমত পর্যবেক্ষণ করা এবং অন্যের সমালোচনা বিশ্লেষণ ও ব্যাখ্যা করে নিজেকে উন্নত করা প্রয়োজন।
 
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবুতোরাবিফার্দ বলেছেন, ইরানের 'নৌবহর-৮৬' এর সফল অভিযাত্রার মধ্যদিয়ে বিশ্বের সামনে দেশের বিশেষ জ্ঞান ও সক্ষমতা স্পষ্ট হয়েছে।
 
 
তিনি আরও বলেন- ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে উপস্থিতির মাধ্যমে নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছে এই নৌবহর। তারা ম্যাজেলান প্রণালী অতিক্রমের মাধ্যমে বিশ্বে নজির সৃষ্টি করেছেন।  
 
হুজ্জাতুল ইসলাম আবু তোরাবিফার্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের পরাশক্তি নয়। তারা অর্থনৈতিক বিশ্বায়নের মাধ্যমে বিশ্বের ওপর একাধিপত্য নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
 
তিনি বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেন, 'আপনারা বিদেশে ইরানের ইসলামি ও বিপ্লবী পরিচিতি ধরে রেখে তা সমুন্নত করার চেষ্টা করুন'।  4143592
captcha