IQNA

ইসলামী গবেষক;

যুদ্ধে ব্যর্থ হয়ে পারমাণবিক বোমা ব্যবহার করতে চায় ইসরাইল

20:44 - November 09, 2023
সংবাদ: 3474631
ইসরাইল অবৈধ নিষিদ্ধ পারমাণবিক বোমা ও হাতিয়ারের অধিকারী এবং পশ্চিম এশিয়া ( মধ্যপ্রাচ্য ) ও মুসলিম বিশ্বের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

যুদ্ধে ব্যর্থ হয়ে পারমাণবিক বোমা ব্যবহার করতে চাই ইসরাইল"গাজায় পারমাণবিক বোমা ফেলতে চান ইসরায়েলি মন্ত্রী যা জানালেন নেতানিয়াহু"  - ইত্তেফাকে প্রকাশিত এ খবর থেকে প্রতীয়মান হয় যে ইসরাইলের কাছে পারমাণবিক বোমা আছে এবং এখন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার উচিত ইরানকে নয় বরং ইসরাইলকে গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচী ও অবৈধ নিষিদ্ধ পারমাণবিক বোমার অধিকারী হওয়ার জন্য তদন্ত ,বয়কট ও অবরোধ আরোপ করা । পারমাণবিক বোমা ও অস্ত্র হাতে না থাকলে কিভাবে ইসরাইলী ঐ মন্ত্রী গাযায় পারমাণবিক বোমা মারার প্রস্তাব ও হুমকি দেয় ? তার মানে ইসরাইলের হাতে পারমাণবিক বোমা আছে কিন্তু ইসরাইল সেটার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয় নি । এখনও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে কল্পিত গোপন সামরিক পারমাণবিক কর্মসূচি চালানোর মিথ্যা অভিযোগে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে  বহু দশক ধরে ।
 এই হল পাশ্চাত্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি। আর এই বৈষম্যমূলক দ্বিমুখী নীতির দ্বারাই পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা সহ সকল আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন । পরিহাসের বিষয় যে ইরান অবৈধ সর্বাত্মক অবরোধ ও নিষেধাজ্ঞার শিকার অথচ ইসরাইল আসলে অবৈধ নিষিদ্ধ পারমাণবিক ও অন্য সকল অবৈধ অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও কোনো অবরোধ ও নিষেধাজ্ঞার শিকার হয় নি । 
চলমান এ যুদ্ধে ইসরাইল গাযায় নিষিদ্ধ ফসফরিক বোমা  বেসামরিক স্থাপনা ও নিরীহ জনগণের ওপর নির্বিচারে ব্যবহার করছে ।
স্মর্তব্য যে লোকালয় ও বেসামরিক লক্ষ্যের ওপর ব্যবহার করা তো দূরের কথা খোদ রণাঙ্গনে এ বোমার ব্যবহার নিষিদ্ধ। কিন্তু ইসরাইল শোনে কার কথা?! ইসরাইল আসলে কোনো আন্তর্জাতিক আইন কানুন ও নিয়ম নীতি মালা মেনেই চলে না। এ পর্যন্ত গাযায় 
২৮০০০ টনের অধিক বোমাবর্ষণ করেছে ইসরাইল যা দুটো পারমাণবিক বোমার সমান । গাযায় নির্বিচারে বোমাবর্ষণ করে এত গণহত্যা চালিয়েও  হামাস ও ফিলিস্তিনী মুহাজিদদের বিরুদ্ধে স্থলযুদ্ধে সফল না হওয়ার প্রামাণ হচ্ছে ইসরাইলী ঐ মন্ত্রী কর্তৃক সেনাবাহিনীকে গাযায় পারমাণবিক বোমা হামলার প্রস্তাব প্রদান ।
এখন মার্কিন যুক্তরাষ্ট্র ( মাযুরা ) সহ কেউ প্রশ্ন তুলছে না বা এ ব্যাপারে মুখ খুলে বলছে না 
: " ইসরাইলী মন্ত্রী যে গাযায় পারমাণবিক বোমা হামলার হুমকি দিল তার মানে ইসরাইলের হাতে অবশ্যই পারমাণবিক বোমা ও অস্ত্র রয়েছে । "
ইসরাইলী ঐ মন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে এখন ইসরাইলকে অবশ্যই জবাবদিহি করতে হবে । ইসরাইলকে ধরতে হবে । তদন্ত করতে হবে । গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচীর জন্য ইসরাইলের ওপর কঠোর অবরোধ , নিষেধাজ্ঞা ও বয়কট আরোপ করতে হবে। নেতানিয়াহু বলে ঐ মন্ত্রীকে বরখাস্ত করেছে এক মহা গোপন তথ্য ফাঁস করে দেয়ার জন্য! এখন বরখাস্ত করলেও কোনো লাভ হবে না । যা বলার সে বলেই ফেলেছে । গোপন জিনিস ফাঁস হয়ে গেছে। পারমাণবিক অস্ত্র আছে বলেই তো ঐ হুমকি দেয়া হয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক নয় বরং তা শান্তিপূর্ণ ও বেসামরিক যা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কর্তৃক বহু বছর ধরে পরিচালিত কঠোর তদন্ত সমূহের ভিত্তিতে বহুবার প্রমাণিত হয়েছে ।  কিন্তু চোরে শোনা না কভু ধর্মের কাহিনী। বরং বহু তদন্ত করেও ইরানে  সামরিক পারমাণবিক বোমা ও অস্ত্রের গোপন কর্মসূচি পাওয়া যায় নি । ইরান সরকারও সব সময় বলে আসছে যে তার পারমাণবিক কর্মসূচি সামরিক নয় বরং তা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদ । কিন্তু ইরান সরকারের বিরোধীদের মিথ্যা রিপোর্টের ভিত্তিতে মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) ও ইইউ - এর নির্দেশে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহু বছর ধরে এ সব অনুসন্ধান ও তদন্ত চালায় যার ফলাফল হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। কিন্তু মাযুরা , যুরা ও ইইউ ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ প্রমাণিত হওয়া সত্ত্বেও ইরানের গোপন সামরিক পরমাণু কর্মসূচি থাকতে পারে বলে অহেতুক ও অযৌক্তিক সন্দেহ পোষণ করেই যাচ্ছে এবং নিছক ভিত্তিহীন অযৌক্তিক এ সন্দেহের বশ বর্তী হয়ে মাযুরা ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করে রেখেছে এবং তা এমনকি পরমাণু চুক্তি স্বাক্ষরের পরেও ওঠায় নি এবং অবশেষে মাযুরাই ঐ আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় যারফলে ঐ চুক্তি কার্যকারিতা হারিয়ে ফেলে। আর যখন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কর্তৃক বহু বছর ধরে পরিচালিত বহু সুক্ষ্ম অনুসন্ধান ও তদন্ত করে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক প্রমাণিত হওয়া সত্ত্বেও মাযুরা , যুরা ও ইইউ ইরান সরকার বিরোধীদের ভুয়া রিপোর্টের কারণে এখনও যদি অযৌক্তিক ও অহেতুক সন্দেহ পোষণ করেই যায় যে ইরানের সামরিক পরমাণু কর্মসূচি রয়েছে এবং এ সন্দেহ বের হতে  না পারে 
তখন ইসরাইলী মন্ত্রীর নিষিদ্ধ পারমাণবিক বোমা ও অস্ত্র প্রয়োগের প্রস্তাব ও হুমকি কি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা কর্তৃক মেকি কৃত্রিম সন্ত্রাসবাদী রাষ্ট্রটির ( অর্থাৎ ইসরাইলের ) ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যথেষ্ট নয় ? সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বীকারোক্তি ও বক্তব্যই যথেষ্ট ।
 আর ইসরাইলী ঐ মন্ত্রী কর্তৃক পারমাণবিক বোমা ও অস্ত্র ব্যবহারের প্রস্তাব ও হুমকি ইসরাইলের কাছে যে নিষিদ্ধ পারমাণবিক বোমা ও অস্ত্র আছে সেটার প্রমাণ । কারণ মন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এবং সরকারের অনেক গোপন বিষয়ের ব্যাপারে জ্ঞাত । তাই তার বক্তব্য গুরুত্বপূর্ণ। ইসরাইলী সেনাবাহিনীর কাছে যে পারমাণবিক অস্ত্র ও বোমা আছে এমন তথ্য তার কাছে আছে বিধায় নির্বিচারে ব্যাপক বোমাবর্ষণ এবং স্থলযুদ্ধে সাফল্য ও বিজয় অর্জিত না হওয়ার জন্য সে ইসরাইলী সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে গাযা সমস্যার সমাধান করতে বলে । যদি সাধারণ কোনো ইসরাইলী নাগরিক ইসরাইলী সেনাবাহিনীকে গাযায় পারমাণবিক বোমা হামলার আহ্বান জানাত তাহলে বলা যেত যে ঐ ব্যক্তির কথার কোনো মূল্য নেই। কিন্তু এ কথা যদি কোনো মন্ত্রী মহোদয় বলে তাহলে সেটা হবে নি: সন্দেহে অতি গুরুত্বপূর্ণ।
যা হোক এ থেকে প্রমাণিত হয়  যে  কৃত্রিম , মেকি , সন্ত্রাসবাদী , ভয়ঙ্কর , যুদ্ধাপরাধী  , মানবাধিকার লঙ্ঘন কারী , আগ্রাসী , দখলদার , হানাদার গণহত্যাকারী যালেম এই দেশটির অস্তিত্ব সমগ্র মানব জাতির জন্য সত্যি কত বড় হুমকি !!!! মাযুরা , যুরা ও ইইউ যদি ভুয়া রিপোর্টের ভিত্তিতে সন্দেহ পোষণ করতে পারে যে ইরানের গোপন সামরিক পরমাণু কর্মসূচি আছে তাহলে ঐ ইসরাইলী মন্ত্রী কর্তৃক পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি প্রদান থেকে মাযুরা , যুরা , ইইউ, আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা এবং বিশ্বের সকল দেশের ধারণা  করা উচিত যে ইসরাইলেরও পরমাণু বোমা ও হাতিয়ার আছে হয় সে ওগুলো নিজে বানিয়েছে বা ওগুলো মাযুরা , যুরা ও ফ্রান্সের কাছ থেকে পেয়েছে । এখন যদি ইসরাইল বলে যে ঐ মন্ত্রী না জেনে শুনে এ কথা বলেছে তাতে কোনো লাভ নেই। ভুয়া রিপোর্টের ভিত্তিতে ইরানের ব্যাপারে যদি মাযুরা সন্দিহান হয় তাহলে এ ক্ষেত্রেও মাযুরাকে অবশ্যই নিশ্চিত হতে হবে। আর এর অন্যথা হলে ইরানের ব্যাপারে মাযুরাকে অন্যায় ও অহেতুক সন্দেহ পোষণ করা থেকে বিরত থাকতে হবে । মাযুরা কি তা করবে ? কখনোই তা করবে না মাযুরা । সুতরাং ইসরাইলী মন্ত্রীর ঐ বক্তব্যের ভিত্তিতে ইসরাইলের কাছে  নিষিদ্ধ পারমাণবিক অস্ত্র আছে এমনকি তদন্ত করে খুঁজে না পেলেও। কারণ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা মাযুরার নির্দেশে ঠিক মতো তদন্ত না করে মিথ্যা রিপোর্ট দিয়ে বলবে যে ইসরাইলের কাছে কোনো পরমাণু বোমা ও হাতিয়ার নেই । সুতরাং বিশ্ববাসী কেন মিথ্যাবাদী ভণ্ড মাযুরা , যুরা , ইইউ ও আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার কথা ও রিপোর্ট বিশ্বাস করবে ? 
 ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha