IQNA

ইসলামী মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করা 

0:24 - February 02, 2024
সংবাদ: 3475038
ইকনা: পবিত্র কুরআন কিছু বিশ্বাসের প্রস্তাব করে আত্মনিয়ন্ত্রণ ও আত্ম-যত্নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে; অন্যের দোষ ও ভুলের দিকে মনোযোগ না দিয়ে নিজের এবং পরিবারের আচরণের প্রতি মনোযোগ দেওয়া এবং যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

মুমিনের নাফস বা আত্মা হল তার পথপ্রদর্শনের পথ এবং এই পথই তাকে সৌভাগ্যের দিকে ধাবিত করে। প্রকৃতপক্ষে, নাফস হচ্ছে মাখলুক এবং মানুষ এর দ্বারা বঞ্চিত বা মুক্তি পায়। পবিত্র কুরআনে বলা হয়েছ: «عَلَیْکُمْ أَنْفُسَکُمْ»  এবং  «قُوا أَنْفُسَکُمْ» এখানে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
পবিত্র কুরআনে বলা হয়েছে: 


یا أَیهَا الَّذِینَ آمَنُوا عَلَیکمْ أَنْفُسَکمْ ْلا یضُرُّکمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَیتُمْ

হে বিশ্বাসিগণ! তোমাদের দায়িত্ব তোমাদের ওপরই ন্যাস্ত, তোমরা যখন সঠিক পথে আছ তখন পথভ্রষ্টরা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। (সূরা মায়েদাহ, আয়াত: ১০৫)
এই আয়াত অনুসারে, বিশ্বাসীদের নিজেদের যত্ন নেওয়া উচিত এবং অন্যের বিভ্রান্তিকে ভয় পাওয়া উচিত নয়। তাদের জেনে রাখা উচিত যে, পথভ্রষ্টদের হিসাব আল্লাহর নিকট দিতে হবে। সত্য সর্বদা সত্যই; যদিও মানুষ তা পরিত্যাগ করে, আর মিথ্যা সর্বদা মিথ্যাই যদিও মানুষ তা গ্রহণ করে।
মানুষ অন্যের দোষ খুঁজলে নিজের দোষ দেখতে পায় না। এই আয়াতটি বিশ্বাসীদের নিজেদের ভুলে যেতে নিষেধ করা হয়েছে; কেননা অন্যের পথভ্রষ্টতা যেন একজন ব্যক্তিকে আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করা এবং হেদায়েত লাভে দুর্বল করে না দেয়। এছাড়াও, যদি একজন ব্যক্তি তার নিজকে সংশোধন করার আগে অন্য ব্যক্তির সাথে লেনদেন করে, তবে এটি তাদের দুর্নীতির কারণ হতে পারে; কিন্তু সে নিজের খেয়াল রাখলে অন্যের গোমরাহী তার ক্ষতি করবে না। এ ব্যাপারে রেওয়ায়তে বলা হয়েছে: “নিজেকে সংশোধন করুন এবং মানুষের ভুল খুঁজবেন না; কেননা আপনি নিজে ধার্মিক হলে মানুষের বিপথগামীতা আপনার ক্ষতি করবে না”। (তাফসীরে কুমী, ১ম খণ্ড, পৃ: ১৮৮)
দ্বিতীয় ব্যাখ্যা হল নিজেকে এবং নিজের পরিবারকে নিয়ন্ত্রণ করা এবং রক্ষা করা। পবিত্র কুরআনে বলা হয়েছে: 


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

হে বিশ্বাসিগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে এমন আগুন হতে রক্ষা কর যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার ওপর কঠোর প্রকৃতি ও রুক্ষ স্বভাববিশিষ্ট ফেরেশতারা (নিয়োজিত) আছে ; আল্লাহ তাদের যা আদেশ করেন তা তারা অমান্য করে না এবং যা করতে আদিষ্ট হয় তা-ই করে। (সূরা তাহরীম, আয়াত: ৬) " قُوا " হল একটি ক্রিয়াপদ যা কোন কিছুকে ক্ষতি করে এমন বিপদ থেকে রক্ষা করার অর্থে ব্যবহৃত হয়।

ট্যাগ্সসমূহ: মানুষ ، কুরআন ، পবিত্র ، রেওয়ায়ত
captcha