IQNA

সর্বোচ্চ নেতা;

প্রথম ধাপের মতোই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ধাপের নির্বাচন

20:36 - May 11, 2024
সংবাদ: 3475433
ইকনা: ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী সংসদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে যোগদানের পর সাংবাদিকদের সামনে গুরুত্বারোপ করে নির্বাচনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে বলেন: দ্বিতীয় পর্যায়ের গুরুত্ব প্রথম থেকে কম নয়। নির্বাচনের এই মঞ্চে উপস্থিত হয়ে জনগণ সমাবেশ সম্পন্ন করবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী শুক্রবার সকালে দ্বাদশ সংসদের দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এই দফায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে উপস্থিত হয়ে তিনি এই ভোটিং মেশিনের মাধ্যমেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সময় দেশি-বিদেশি গণমাধ্যমের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন এবং সর্বোচ্চ নেতার ভোটাধিকার প্রয়োগের খবর দেশি-বিদেশি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা ভোটাধিকার প্রয়োগের পর নির্বাচনকে জনগণের সরব উপস্থিতি, সংকল্প ও সিদ্ধান্ত গ্রহণের  নিদর্শন হিসেবে উল্লেখ করে বলেন, যারাই দেশের উন্নয়ন-অগ্রগতি চায় এবং মহান লক্ষ্য-আদর্শের কাছাকাছি দেশকে নিয়ে যেতে আগ্রহী তাদের কর্তব্য হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা।

তিনি আরও বলেন, ভোট যত বেশি পড়বে, সংসদ তত শক্তিশালী হবে এবং সংসদ যত শক্তিশালী হবে, দেশের জন্য কাজ করার সুযোগ তত বাড়বে।

ইরানের দ্বাদশ সংসদের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে। আজকের নির্বাচনের মধ্যদিয়ে সংসদের ৪৫টি আসনের প্রতিনিধি চূড়ান্ত হবেন। ১৫টি প্রদেশের ৪৫টি আসনের জন্য ৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইরানের সংসদে ২৯০টি আসন রয়েছে। প্রথম দফার নির্বাচনে অন্য আসনগুলোর ভাগ্য নির্ধারণ হয়েছে। কিন্তু ৪৫টি আসনের কোনো প্রার্থীই প্রদত্ত ভোটের ৫০ শতাংশ না পাওয়ায় সেই আসনগুলোর জন্য দ্বিতীয় দফার ভোটের আয়োজন কর হয়েছে। ইরানের সংসদে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কয়েকটি আসন রয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবিধানের ৬৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে জরাথুস্ট্র, ইহুদি এবং অ্যাসিরিয়ান ও ক্যালডিয়ান খ্রিস্টানদের পাশাপাশি দক্ষিণ ও উত্তরের আর্মেনিয়ান খ্রিস্টানদের জন্য সংসদে সংরক্ষিত আসন রয়েছে।

captcha