IQNA

ইয়েমেনের সানা ও হোদেইদাতে বিমান হামলা + ভিডিও

13:24 - December 19, 2024
সংবাদ: 3476561
ইকনা- ইহুদিবাদী শাসকের মিডিয়া স্বীকার করেছে যে এই সরকারের বিমান বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইয়েমেনের উত্তর ও পশ্চিমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আল-মাসিরা চ্যানেল এক জরুরী সংবাদে জানিয়েছে যে সানা এবং হোদেইদাহ প্রদেশে বেশ কয়েকবার বিমান হামলা হয়েছে।
এই বিষয়ে আল-মায়াদিন নেটওয়ার্কও ঘোষণা করেছে, ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে, সানা শহরের দক্ষিণে হেজিজ অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রটিতে তিনবার বোমা হামলা হয়েছে।
কিছু গণমাধ্যম সানার উত্তরে দাহবান বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার খবরও দিয়েছে।
ইয়েমেনের ভূখণ্ডে এই বিমান হামলার সময় এক ঘন্টা আগে, এই দেশের সশস্ত্র বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত ফিলিস্তিনের তেল আবিবকে লক্ষ্য করে।
অধিকৃত অঞ্চলের কিছু এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও কিছু গণমাধ্যম জানিয়েছে।
হিব্রু সংবাদ সূত্র আরও ঘোষণা করেছে যে ক্ষেপণাস্ত্র হামলায় রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। 4255006#

captcha