IQNA

ইয়েমেনের রাজধানীতে মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা

17:29 - December 28, 2024
সংবাদ: 3476609
ইকনা- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাথে সম্পৃক্ত মিডিয়া ঘোষণা করেছে যে মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা সেদেশের রাজধানী সানার বেশ কয়েকটি স্থানে লক্ষ্যবস্তু করেছে।

ইয়েমেনি মিডিয়া সানায় বিমান হামলার খবর দিয়েছে, যার ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ প্রসঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহর সাথে সম্পৃক্ত "আল-মাসিরা" নিউজ চ্যানেল ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড একটি হামলার সময় সানায় "21 সেপ্টেম্বর গার্ডেন" আক্রমণ করেছে।
ইহুদিবাদী শাসনের চ্যানেল ১২ ঘোষণা করেছে যে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।
এই জায়নিস্ট নেটওয়ার্ক আরও রিপোর্ট করেছে: তেল আবিবের মূল্যায়ন দেখায় যে আনসারুল্লাহর বিরুদ্ধে আক্রমণ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকবে।
ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ দাবি করেছে: সানায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এই আমিরাতি মিডিয়া ঘোষণা করেছে যে সানার বিরুদ্ধে হামলা ইসরাইল দ্বারা পরিচালিত হয়নি।
আল-আরাবিয়ার প্রতিবেদক আরও জানিয়েছে যে সানার আল-সিয়ানাহ শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইয়েমেনের রাজধানীতে বিভিন্ন অবস্থানে হামলার কথা উল্লেখ করে তিনি ঘোষণা করেন যে সানার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ প্রসঙ্গে আনসারুল্লাহর মিডিয়া বিভাগের ডেপুটি নাসরদ্দিন আমের বলেন, সানায় বোমাবর্ষণ করা হচ্ছে। আমরা কখনই গাজা ত্যাগ করব না এবং আল্লাহর রহমতে এবং সাহায্যে আমাদের কার্যক্রম বাড়ছে এবং কমছে না। 4256504#

 

 

captcha