IQNA

তোমার সকল কাজই সঠিক পথে পরিচালিত হবে...!

12:27 - January 07, 2025
সংবাদ: 3476657
ইকনা- আয়াতুল্লাহ মুহাম্মদ শাহ আবাদি (রহ.) বলেছেন: “পবিত্র সালওয়াত হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক উত্তম জিকির, যা আল্লাহর নিকটবর্তী ওলিদের সাথে সংযোগ স্থাপন ও তওয়াসুলের মাধ্যম। এ জিকিরের উপর নিরবচ্ছিন্নভাবে আমল করা উচিত। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একশত বার এই পবিত্র সালওয়াত পাঠের মাধ্যমে এর সমাপ্তি করা আবশ্যক।”

আয়াতুল্লাহ মুহাম্মদ শাহ আবাদি (রহ.) বলেছেন: “পবিত্র সালওয়াত হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক উত্তম জিকির, যা আল্লাহর নিকটবর্তী ওলিদের সাথে সংযোগ স্থাপন ও তওয়াসুলের মাধ্যম। এ জিকিরের উপর নিরবচ্ছিন্নভাবে আমল করা উচিত। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একশত বার এই পবিত্র সালওয়াত পাঠের মাধ্যমে এর সমাপ্তি করা আবশ্যক।”

আয়াতুল্লাহ মুহাম্মদ শাহ আবাদি (রহ.)-এর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল:
আপনার শ্রদ্ধেয় পিতার একটি জিকির সম্পর্কে শোনা যায়, যেখানে তিনি বলতেন:
“সালওয়াতের মানত করো, এটি অত্যন্ত প্রভাবশালী। চৌদ্দটি  সালাওয়াত পবিত্র ব্যক্তি ওয়ালিয়ুল্লাহ বাবুল হাওয়ায়েজ" উদ্দেশ্যে  নিবেদন করো।"
প্রশ্ন ছিল: এখানে " ওয়ালিয়ুল্লাহ বাবুল হাওয়ায়েজ" বলতে কাকে বোঝানো হয়েছে?

তিনি উত্তরে বলেছিলেন:
“এর মাধ্যমে বোঝানো হয়েছে হজরত সাহেব-উজ-জামান (ইমাম মাহদি আ.জ.)-কে।"

হুজ্জতুল ইসলাম সাইয়েদ হাসান সাহফি বলেন:
যৌবনের দিনগুলোতে, যখন মানুষ ভবিষ্যৎ নিয়ে ক্লান্তিকর ভাবনায় নিমগ্ন থাকে, আয়াতুল্লাহ মুহাম্মদ শাহ আবাদি (রহ.) আমাকে বলেছিলেন:
“তুমি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর একশত বার সালওয়াত পাঠ করো। এর সঙ্গে 'আজ্জিল ফারাজাহুম' যোগ করো এবং এটি চৌদ্দ পবিত্র মাসুমগণের (আ.) উদ্দেশ্যে উৎসর্গ করো। তোমার সমস্ত কাজই সঠিকভাবে সম্পন্ন হবে এবং সারা দিনে এ জিকির তোমার সহায়ক হবে।"

এ জিকির পালনের ফলে যে বরকত লাভ হয়, তা বর্ণনার অতীত!

আয়াতুল্লাহ মুহাম্মদ শাহ আবাদি (রহ.)-এর মৃত্যুবার্ষিকীতে, তাঁর পবিত্র আত্মা, তাঁর শ্রদ্ধেয় পিতা আয়াতুল্লাহ মুহাম্মদ আলী শাহ আবাদি (রহ.) এবং ইমাম খোমেইনি (রহ.)-এর প্রতি পবিত্র সালওয়াত নিবেদন করুন।

সূত্র: ইসলামী_সংস্কৃতি_জীবনধারা_তিব্ব

captcha