IQNA

৩ শাবান সফীনাতুন্ নাজাতের পবিত্র জন্মবার্ষিকী

19:35 - February 02, 2025
সংবাদ: 3476796
ইকনা- আজ ৩ শাবান সফীনাতুন্ নাজাত্ (মুক্তি ও নাজাতের তরী) ও বেহেশতবাসী যুবকদের নেতৃদ্বয়ের দ্বিতীয়,মহানবীর (সা) ২য় দৌহিত্র,হযরত মাওলা-ই মুশকিলকুশা আমীরুল মু'মিনীন ইমাম আলী ইবনে আবী তালিব (আ.) ও নবী-নন্দিনী খাতুনে জান্নাত জগৎ সমূহের নারীদের নেত্রী হযরত ফাতিমা যাহরা বিনতে রাসূলিল্লাহর (আ.) দ্বিতীয় সন্তান, হযরত যাইনাব-ই কুবরার দ্বিতীয় জ্যৈষ্ঠ ভ্রাতা মহানবীর (সা.) পবিত্র আহলুল বাইতের (আ.) বারো মাসূম ইমামের তৃতীয় মাসূম ইমাম সাইয়েদুশ শুহাদা (শহীদদের নেতা) হযরত আবূ আব্দিল্লাহ হুসাইনের (আ.) শুভ জন্মদিন। এ শুভ জন্মোৎসবের দিবসে ঈদ-ই মীলাদের দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ,তাবরীক ও তাহনিয়ত।

আজ ৩ শাবান সফীনাতুন্ নাজাত্ (মুক্তি ও নাজাতের তরী) ও বেহেশতবাসী যুবকদের নেতৃদ্বয়ের দ্বিতীয়,মহানবীর (সা) ২য় দৌহিত্র,হযরত মাওলা-ই মুশকিলকুশা আমীরুল মু'মিনীন ইমাম আলী ইবনে আবী তালিব (আ.) ও নবী-নন্দিনী খাতুনে জান্নাত জগৎ সমূহের নারীদের নেত্রী হযরত ফাতিমা যাহরা বিনতে রাসূলিল্লাহর (আ.) দ্বিতীয় সন্তান, হযরত যাইনাব-ই কুবরার দ্বিতীয় জ্যৈষ্ঠ ভ্রাতা মহানবীর (সা.) পবিত্র আহলুল বাইতের (আ.) বারো মাসূম ইমামের তৃতীয় মাসূম ইমাম সাইয়েদুশ শুহাদা (শহীদদের নেতা) হযরত আবূ আব্দিল্লাহ হুসাইনের (আ.) শুভ জন্মদিন। এ শুভ জন্মোৎসবের দিবসে ঈদ-ই মীলাদের দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ,তাবরীক ও তাহনিয়ত। আস'আদাল্লাহু আইয়ামাকুম (মহান আল্লাহ আপনাদের জীবনের সকল দিবস ও মূহুর্ত সৌভাগ্য মণ্ডিত করুন) ওয়া কুল্লা আমেওঁ ওয়া দুম্তুম্ বিল্ খইর ওয়াল আফিয়াহ্ (প্রতি বছর আপনারা সবাই কল্যাণের ওপর ও সুস্থ থাকুন)। নি:সন্দেহে ইমাম হুসাইনের(আ.)জন্মদিবস,জন্মবৃত্তান্ত ও ঘটনা ঈদুল ফিতর, ঈদুল আযহা, মহানবীর (সা) শুভ জন্মদিবস , মহানবীর (সা) বে'সাত (নুবুওয়তের ঘোষণা) দিবস,ঈদ-ই গাদীর,মুবাহালার দিবস (ঈদ-ই মুবাহালা), হযরত ঈসা মসীহ (আ.),হযরত মূসা (আ),হযরত ইয়াহইয়া (আ.), হযরত ইসমাঈল ও হযরত ইসহাকের জন্মগ্রহণের মহা ঘটনার মতো শুভ দিন,ক্ষণ ও মুহুর্ত সমূহের অন্তর্ভুক্ত।            বস্তুতঃ নবী-রাসূল,ইমাম,ওয়াসী ও পূণ্যবান বান্দাদের শুভ জন্মদিন চিরস্মরণীয় ও চির উদযাপনযোগ্য। আর ইমাম হাসান (আ.) ও ইমাম হুসাইন (আ.) - যাঁরা বেহেশতবাসী যুবকদের নেতৃদ্বয় তাঁদের জন্মদিন নি: সন্দেহে সবার চিত্তানন্দের কারণ যেমনভাবে তাঁদের জন্মগ্রহণ মহানবী হযরত মুহাম্মদ, ইমাম আলী ও খাতুনে জান্নাত খাইরুন্ নিসা (সর্বশ্রেষ্ঠা নারী) হযরত ফাতিমা যাহরার (আ) অন্তরে অনাবিল শান্তি,আনন্দ ও খুশীর বন্যা বইয়ে দিয়েছিল।কেবল ইবলীস শয়তান ও তার চেলা চামুণ্ডাই এই শুভ ক্ষণ ও উপলক্ষ্য সমূহে বিষম ব্যাজার,বিষন্ন, মনঃক্ষুন্ন ও অসুখী হয়েছে ও হয়ে থাকে। তাই যাঁরা এ সব শুভক্ষণ ও উপলক্ষ্য উদযাপনে বাঁধা দেয় এবং বিরূপ মন্তব্য ও কটূক্তি করে বলে:"এ সব দিবস উদযাপন শিরক,বিদ'আত ও হারাম।"তারা আসলে ইবলীস শয়তান ও তার চেলা-চামুণ্ডাকেই নেহায়েত খুশি ও তাদের মুখ উজ্জ্বল করেছে ও করছে। মুমিনদের উচিত এ সব ভ্রান্ত কথায় কান না দিয়ে মহান আল্লাহ,মহানবী (সা.) ও তাঁর পবিত্র মাসূম আহলুল বাইতকে (আ.) খুশি ও সন্তুষ্ট করা। তাই ইমাম হুসাইন (আ.), ইমাম যাইনুল আবিদীন (আ.), কারবালার মহাবীর হযরত আবুল ফাযল আব্বাস ইবনে আলী ও সাহিব-ই আসর ও যামান (যুগের অধিপতি) দ্বাদশ মাসূম ইমাম প্রতিশ্রুত মাহদীর (আ) শুভ জন্মদিন সমূহ যা আ'ইয়াদ-ই শা'বানিয়াহ্ ( শাবান মাসের ঈদ উৎসব সমূহ ) হিসেবে খ্যাতি লাভ করেছে সে সব মহতি ঈদোৎসব পূর্ণ ঈমানী উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আমরা পালন করব।নি: সন্দেহে এসব জন্মোৎসব পালন মহান আল্লাহর দ্বীনের নিদর্শন সমূহের প্রতি তা'যীম ও তাকরীম (ভক্তি,শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন) স্বরূপ যা অন্তর সমূহের তাকওয়া সঞ্জাত এবং তাকওয়ার বহি:প্রকাশ ও পরিচায়ক। আর যারা এ সব মহতি জন্মোৎসব পালনকে শিরক,বিদ'আত ও হারাম বলে মহান আল্লাহর দ্বীনের নিদর্শনাদির প্রতি তারা আসলে চরম অবহেলা, অভক্তি, অশ্রদ্ধা ও অসম্মান প্রদর্শন করে আর এ কারণে কি তাদের অন্তর সমূহের তাকওয়া বিকশিত হবে?!!!
    অতএব আমাদের অন্তরের তাকওয়ার বিকাশের জন্য মহান আল্লাহর দ্বীনের এ সব নিদর্শনের প্রতি আমরা যথার্থ সম্মান,ভক্তি,শ্রদ্ধা ও তাযীম প্রদর্শন করব। আর নি: সন্দেহে মহানবী (সা.) ও তাঁর পবিত্র আহলুল বাইত (আ.) মহান আল্লাহর দ্বীনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। ইমাম হুসাইন (আ.) এই আহলুল বাইত (আ.) এবং পবিত্র পাক পাঞ্জতনেরই পঞ্চম সদস্য ও ব্যক্তিত্ব।
আবারো ৩ শা'বান ইমাম হুসাইনের (আ) শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা,তাব্রীক ও তাহনিয়ত।
মুহাম্মদ মুনীর হুসাইন খান 
৩ শা'বান,১৪৪৬ হি.

captcha