মসজিদে নববীতে উপস্থিত তেহরান নূর রিসিটেশন দলের সদস্যরা প্রতিযোগিতামূলকভাবে পবিত্র সূরা আল-আহজাবের আয়াত তেলাওয়াত করেন।
তেহরান নূর রিসিটেশন গ্রুপের সদস্যরা, যাদেরকে নূর কুরআন কাফেলার অংশ হিসেবে এই বছরের হজ তামাত্তুতে পাঠানো হয়েছে,ধর তারা মসজিদে নববীতে উপস্থিত হয়ে পবিত্র সূরা "আল-আহজাব" এর ২১ থেকে ২৪ আয়াত তেলাওয়াত পরিবেশন করেছেন, যার একটি ভিডিও আপনাদের জন্য তুলে ধরা হল: 4285781