
ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের বরাতে ইকনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২ জন শহীদ এবং ২৪৭ জন আহত ব্যক্তি গাজার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, এখনও অনেক নিহত ব্যক্তি ধ্বংসস্তুপের নিচে অথবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে পৌঁছাতে জরুরি সেবা ও উদ্ধার সংস্থাগুলি সক্ষম হচ্ছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধে মোট শহীদের সংখ্যা ৫৭,৭৬২ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ১,৩৭,৬৫৬ জন।
এছাড়া, ২০২৫ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে ৭,২০০ জন শহীদ এবং ২৫,৬১৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনের অন্য এক অংশে “জীবিকা শহীদদের” বিষয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় ৯ জন শহীদ এবং ৭৮ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে, এই কেন্দ্রগুলোতে শহীদদের মোট সংখ্যা ৭৮২ জন, এবং আহতের সংখ্যা ৫,১৭৯ জনের বেশি হয়েছে। 4293670#