IQNA

ইয়েমেনিদের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার ওপর জোর

20:48 - July 11, 2025
সংবাদ: 3477686
ইকনা- ইয়েমেনের জনগণ রাজধানী সানায় একটি মিলিয়ন-মানুষের মিছিলে অংশগ্রহণ করে গাজার প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধী হামলা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

আল-মায়াদিন সূত্রে ইসলামিক কালচারাল নিউজ এজেন্সি (IQNA) জানিয়েছে, এই বিশাল সমাবেশের শেষ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইয়েমেনের জনগণ তাদের কষ্ট ও সংকট থাকা সত্ত্বেও গাজার পক্ষে সমর্থন থেকে সরে আসবে না এবং এই পথে থেমে যাবে না।
সমাবেশকারীরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক সাহসী অভিযানের প্রশংসা করে বলেন, “গাজায় মুজাহিদিনদের শক্তিশালী অভিযানগুলো শত্রুদের প্রাণঘাতী ফাঁদ ও হামলার মধ্য দিয়ে ক্লান্ত করে তুলেছে।”
তারা আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক কার্যকর সামুদ্রিক অভিযানগুলো শত্রুর সেইসব স্বপ্নকে ধ্বংস করেছে, যার মাধ্যমে তারা ইয়েমেনের ওপর আরোপিত নৌ অবরোধ ভঙ্গ করতে চেয়েছিল।
এছাড়াও, ইসরায়েল কর্তৃক ইয়েমেনের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ইয়েমেনি বাহিনীর শক্তিশালী, কার্যকর ও নজিরবিহীন প্রতিক্রিয়ার জন্য প্রশংসা করা হয়।
শুধু রাজধানী সানা নয়, বরং ইয়েমেনের অন্যান্য প্রদেশ যেমন সা’দা, আল-হুদাইদা, হাজ্জা, ইব, আমরান, তা’ইজ, আল-বাইদা, আল-জাওফ, মাহওয়িত, যামার এবং আদ-দালি ও লাহজ প্রদেশের কিছু অঞ্চলেও মোট ৫০০টির বেশি মূল ও উপ-কেন্দ্রীয় মাঠে গাজার পক্ষে বিভিন্ন মিছিল অনুষ্ঠিত হয়। 4293762

captcha