IQNA

গাজায় নিহত হলেন জায়নবাদীর গোয়েন্দা টিমের এক কমান্ডার

20:53 - July 11, 2025
সংবাদ: 3477687
ইকনা- সিয়োনিস্ট শাসকগোষ্ঠীর সেনাবাহিনী স্বীকার করেছে যে, দক্ষিণ গাজায় সংঘটিত যুদ্ধের সময় গুলানি গোয়েন্দা ইউনিটের এক কমান্ডার নিহত হয়েছে।
ইকনা সূত্রে নিউপ্রেস-এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, সিয়োনিস্ট সেনাবাহিনীর কর্মকর্তা রায়ী বেইরান, যিনি গুলানি গোয়েন্দা ইউনিটের অন্যতম কমান্ডার ছিলেন, দক্ষিণ গাজায় সংঘটিত যুদ্ধে নিহত হন।
আলজাজিরা-ও এই কর্মকর্তার নিহত হওয়ার খবরে উল্লেখ করেছে যে, সিয়োনিস্ট সেনাবাহিনী একটি কঠিন সপ্তাহ পার করেছে, কারণ শুধু এই সপ্তাহেই গাজায় ৭ জন সিয়োনিস্ট সেনা নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে।
আজ ভোরে, সিয়োনিস্ট গণমাধ্যমগুলো জানিয়েছে যে, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে গাজা উপত্যকায় তাদের সেনাদের বিরুদ্ধে দুটি গুরুতর নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে।
তাদের মতে, এই ঘটনাগুলোতে কমপক্ষে একজন সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
আরো জানানো হয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুস এলাকার আল-কারারা অঞ্চলে এই নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এছাড়াও, কিছু গণমাধ্যমে বলা হয়েছে যে, একটি ভবনে বিস্ফোরণের ফলে তা ধসে পড়ে এবং বেশ কয়েকজন সিয়োনিস্ট সেনা নিহত ও আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ই অক্টোবর (১৪০۲ সালের ১৫ই মেহর) গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে অভূতপূর্ব "আল-আকসার ঝড়" অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ময়দানি, মানসিক এবং কৌশলগত পর্যায়ে একের পর এক কঠিন ও ব্যয়বহুল আঘাতের সম্মুখীন হচ্ছে, যা তাদের সেনাবাহিনীর উপর গভীর প্রভাব ফেলছে। 4293698#
 
captcha