IQNA

শাহেদ (সাক্ষী, সাক্ষ্যদাতা শাহাদাত দাতা , প্রত্যক্ষ দর্শী) ১৩৬ ড্রোনের উদ্ভাবকও শহীদ!!!!

12:48 - July 28, 2025
সংবাদ: 3477785
ইকনা- " প্রাচ্য ও পাশ্চাত্য সবাই (জগৎ) ইরানী কেমিকাযী ড্রোন শাহেদ (সাক্ষী)- ১৩৬ এর সন্ধানরত ( এই ড্রোন পেতে ও হাতে আনতে উদগ্রীব,আগ্রহী ও পাগল অর্থাৎ হস্তগত করতে ও পেতে ইচ্ছুক): মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন লুকাস হচ্ছে শহীদ মেজর জেনারেল হজীযদের (হাজীযাদেহ) শাহকার (অমর মহা কীর্তি) শাহেদ-১৩৬ ড্রোনের কপি কৃত।"

" প্রাচ্য ও পাশ্চাত্য সবাই (জগৎ) ইরানী কেমিকাযী ড্রোন শাহেদ (সাক্ষী)- ১৩৬ এর সন্ধানরত ( এই ড্রোন পেতে ও হাতে আনতে উদগ্রীব,আগ্রহী ও পাগল অর্থাৎ হস্তগত করতে ও পেতে ইচ্ছুক): মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন লুকাস হচ্ছে শহীদ মেজর জেনারেল হজীযদের (হাজীযাদেহ) শাহকার (অমর মহা কীর্তি) শাহেদ-১৩৬ ড্রোনের কপি কৃত।"
এ খবর নিয়ে কিছু কথা:
যেমনভাবে কোলাশ্নিকফ গান  জগদ্বিখ্যাত হয়েছে ঠিক তেমনি শহীদ জেনারেল হাজীযাদেহর উদ্ভাবিত শাহেদ ড্রোনও জগদ্বিখ্যাত হয়েছে। রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এই শাহেদ ড্রোন সফলভাবে ব্যবহার করেছে ও করছে।অথচ অত্যন্ত দামী ও ব্যয়বহুল ( ২মিলিয়ন থেকে ৮ মিলিয়ন ডলার মূল্যের) তুরস্কের বয়রক্তর (Bayaktar) ড্রোন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করে তেমন একটা সুবিধা করতে পারেনি ইউক্রেন। আর
 শাহেদ ড্রোনের অনেক দাম কম, সস্তা ও যুদ্ধে অনেক ব্যবহারোপযোগী ও কার্যকরী হওয়ার জন্য এবং মার্কিন ও ইউরোপীয় ড্রোনগুলো অত্যন্ত ব্যয়বহুল ও যুদ্ধে তেমন সুবিধা জনক না হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও এই শাহেদ ড্রোনের কপি করে লুকাস নামে ড্রোন উৎপাদন শুরু করেছে। কিছু দিন আগে একটা খবর বের হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানী কেমিকাযী শাহেদ ড্রোনের মতো ড্রোন উৎপাদন করার জন্য মার্কিন সেনা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের আদেশ দিয়েছে।ব্যস তাহলে প্রমাণিত হয়ে যায় যে শাহেদ ড্রোন হস্তগত ও অর্জন করার জন্য গোটা পৃথিবী:প্রাচ্য ও পাশ্চাত্য অত্যন্ত উদগ্রীব,আগ্রহী ও পাগল!!!!
উল্লেখ্য যে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষীবাহিনীর অ্যারোস্পেস বাহিনীর প্রধান মেজর জেনারেল হজীযদেহ ( হাজীযাদেহ) যিনি এই স্বনামধন্য শাহেদ ড্রোনের উদ্ভাবক তিনি গত ১৩ জুন ২০২৫ মহান আল্লাহ, তাঁর রাসূল, ইসলাম ও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জঘন্য দুশমন যায়নবাদী ইহুদীবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন।
শহীদ জেনারেল হাজীযাদেহ্ তার এই মহা অসাধারণ কীর্তির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। শাহেদ ( সাক্ষী/সাক্ষ্যদাতা/ প্রত্যক্ষ দর্শী) ড্রোনের উদ্ভাবক হাজীযাদেহকে মহান আল্লাহ সর্বোচ্চ প্রতিদান শাহাদাত বরণের সৌভাগ্য দিয়ে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন এবং শাহাদাত ছিল মহান আল্লাহর পথে আমীর-ই সর্দার জেনারেল আমীর আলী হাজীযাদের ৪৫ বছরের জিহাদী সংগ্রামী জীবনের সর্বোত্তম অর্জন ও মহাশ্রেষ্ঠ পুরস্কার ।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha