"জ্বালানি তেল-গ্যাস উত্তোলনে ইরানের প্রযুক্তি গত সক্ষমতা পশ্চিমা তেল-গ্যাস কোম্পানি গুলোর জন্য বিরাট বড় মারাত্মক হুমকি এবং এ কারণেই পশ্চিমারা বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র)-ফাজুরা (ফ্রান্স লাফখঁস)-খাজুরা( যুক্তরাজ্য) তেল-গ্যাস ও পারমাণবিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের ক্রমবর্ধমান এই প্রযুক্তি গত সক্ষমতা ধ্বংস করার জন্য ইরান আক্রমণ করতে চাচ্ছে।"
ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান,