IQNA

“মধ্যপ্রাচ্যের মুনাফিক চক্র ও গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠার ষড়যন্ত্র”

9:48 - August 24, 2025
সংবাদ: 3477937
ইকনা- "সিরিয়ার কৌশলগত পাহাড়িয়া অঞ্চলে ইরানী অনুপ্রবেশ। ইসরাইল সিরিয়ার জোলানীর (আসলে ও ইহুদী গোলানী) সাথে চুক্তি করতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫।"

এখন জূলানী গোলানীর আসল স্বরূপ ও চেহারা স্পষ্ট হয়ে গেছে। এই জোলানী গোলানী আসলে ইসরাইলের পা চাটা কুত্তা সদৃশ এজেন্ট এবং মধ্যপ্রাচ্যে যত তাকফীরী, সালাফী ওয়াহাবী চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ও দল যেমন:আল-কায়দা,আইসিস(দায়েশ), জাবহাতুন নুসরাহ্,আহরারুশ শাম,হাইআত তাহরীরিশ শাম (জোলানী গোলানীর দল) ইত্যাদি ইসরাইল ও মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) পা চাটা কুত্তা সদৃশ ভৃত্য,গোলাম ও ক্রীত দাস। এই হারামজাদা মুনাফিক গোষ্ঠী হাইআত তাহরীরিশ শাম এবং মুনাফিক হারামযাদা জোলানী গোলানী ইসরাইলের কাছে সিরিয়ার গুরুত্বপূর্ণ জোলান মালভূমি ও দক্ষিণ সিরিয়া হস্তান্তর ও তুলে দেওয়ার চুক্তি করতে যাচ্ছে। এই হারামজাদা বদমাইশ মুনাফিক জোলানী গোলানী ও তার দলকে তুরস্কের মুনাফিক এরদোগান ( নরশোকুন) প্রত্যক্ষ মদদ দিয়ে দামেশকের ক্ষমতায় বসিয়েছে।আর এ ক্ষেত্রে কাতার,আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন অর্থ দিয়ে ও আদর্শিক ভাবে সাহায্য  করেছে। আর ইসরাইল ও মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) জোলানী গোলানীর মাধ্যমে বাশার আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়া দখলের নীলনকশা প্রণয়ন করেছে।

এখন বাংলাদেশে যারা তুরস্কের এরদোগান ভক্ত তাদের মুখে এখন চুনকালি। মুসলমানরা কি বুঝে কে তাদের শত্রু ও মিত্র ?!!! সৌদি ,কাতারী,আমিরাতী,বাহরাঈনী,কুয়েতী,মিসরী,উর্দুনী (জর্দানী) স্বৈরাচারী শাসক চক্র এবং এ সব চরমপন্থী চরম সাম্প্রদায়িক সালাফী ওয়াহহাবী তাকফীরী গোষ্ঠী ও দল আসলে মুনাফিক এবং ইসরাইল ও মাযুরার* (ইহুদী খৃষ্টানদের) পা চাটা কুত্তা সদৃশ ভৃত্য, গোলাম,চাকর ও সেবাদাস। এরা সব ইসলাম ও মুসলিম উম্মাহর শত্রু। এদের কারণেই নেতানিয়াহু ও যায়নিস্টরা নীল থেকে ফুরাত পর্যন্ত বিস্তৃত গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমার বিশ্বাস এসব আরব্য রাজন্য ও শাসকবর্গ এবং ওয়াহাবী সালাফী ওয়াহাবী গোষ্ঠী গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠায় নেতানিয়াহু ও যায়নিস্টদের পূর্ণ সহযোগিতা ও সাহায্য করবে।

*(মাযুরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংক্ষেপ)

ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান,

 

captcha