কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এক মানবাধিকার সংস্থা জানিয়েছে, উগ্রপন্থী খ্রিস্টানরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়ে কমপক্ষে ২০০ জন নিরীহ মুসলমানকে হত্যা করেছে।
এ্যামানেস্টি ইন্টারন্যাশনাল জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চল হচ্ছে সেদেশের সবচেয়ে জনবহুল অঞ্চল এবং এ অঞ্চলে ২০১৪ সালের শুরু থেকেই উগ্রপন্থী খ্রিস্টানদের ‘মুসলিম নিধন’ অভিযান চালিয়ে যাচ্ছে।
এ সংস্থা আরও জানিয়েছে, খ্রিস্টানরা মুসলিম অধ্যুষিত এলাকা গুলোয় পাশবিক হামলা চালায়। আর এ হামলার ফলে সকল নিরীহ মুসলমান নিজ এলাকা ছাড়তে বাধ্য হয় এবং সে সকল বেসামরিক মুসলমান পালিয়ে যেতে সক্ষম হয়নি, তাদেরকে ‘বিরোধী বালক’ দল নামক উগ্রপন্থী খ্রিস্টানরা হত্যা করেছে।
এ্যামানেস্টি ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, খ্রিস্টানরা তখনই মুসলমানদের উপর হামলা শুরু করেছে যখন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের মুসলমানদের বস্তুচ্যুত করবে।
খ্রিস্টানরা ২০১৩ সালের ডিসেম্বর মাসে ‘সিলকা’ নামক দলের (এ দলের অধিকাংশ সদস্য মুসলমান ছিল) উপর পরিকল্পিত হামলার মাধ্যমে ১০০০ জনের অধিককে হত্যা করেছে।
উল্লেখ্য, বর্তমানে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৫৪০০ জন শান্তি রক্ষা বাহিনী এবং ১৬০০ জন ফরাসি সৈন্য রয়েছে। কিন্তু এসকল শান্তিরক্ষী বাহিনী থাকা সত্ত্বেও মুসলমানদের উপর হামলা অব্যাহত রয়েছে।
896