কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের বিভিন্ন শহর তথা বাগদাদ, নাজাফে আশরাফ, কারবালা মুয়াল্লা, কাযেমাইন, বসরা, এমারা, দিওয়ানিয়া, খালেস, আরবিল এবং সোলাইমানিয়া শহরে বিশেষ মজলিশের আয়োজন করা হয়েছে।
বলাবাহুল্য, নিরাপত্তার হুমকি থাকা সত্ত্বেও, বিভিন্ন গোত্রের লোক উক্ত মজলিসে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।
1413866