কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিদের টেম্পল ইউনিয়ন সংস্থা ৭ম অক্টোবর, জিওনিস্ট শাসকদের নিকট (৮ থেকে ১৬ই অক্টোবর ইহুদিদের উৎসব অনুষ্ঠানের জন্য) মসজিদুল আকসার ঐপনিবেশিকদের নিরাপত্তার জন্য সামরিক বাহিনী ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছে।
এ বিবৃতিতে তারা উল্লেখ করেছে: উৎসব অনুষ্ঠান চলাকালিন সময়ে সহস্রাধিক চরমপন্থি ইহুদি, ইহুদি ওলাম, দখলদার ইহুদিদের সংসদ সদস্য সহ ইহুদিদের বিভিন্ন রাজনৈতিদ দল উপস্থিত থাকবে।
তার যায়নবাদির নিরাপত্তা মন্ত্রী নিকট জানিয়ে তারা যাদি এ আহ্বান সারা না দেয় তাহলে পুলিশ অথবা নিজেরাই এ কাজ (ইহুদিদের উৎসব অনুষ্ঠান চলাকালীন সময় মসজিদুল আকসা’য় মুসলমানেরা প্রবেশ করতে না দেওয়া) করবে।
এ সংস্থা গুরুত্বারোপ করে বলেছে: উৎসব অনুষ্ঠান চলাকালীন সময় অবশ্য পুলিশ কর্মকর্তাগণ তাদের নিরাপত্তার দিলে লক্ষ রাখবে।
1458111