IQNA

ইরানী হজযাত্রীদের মদীনায় দোয়ার অনুষ্ঠান

14:11 - November 07, 2009
সংবাদ: 1845404
পবিত্র মদীনা শহরে ইরানী হাজার হাজার হজযাত্রী দোয়ায়ে কামেলি উচ্চারণের মাধ্যমে তাদের হজের কর্মকাণ্ড শুরু করেছে।
দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র মাযার ও জান্নাতুল বাকির মধ্যবর্তী স্থানে। মদীনা শহরের নিরাপত্তারক্ষী দ্বারা অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রিত এ দোয়া অনুষ্ঠানে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর প্রতিনিধি ও হজযাত্রীদের ইনচার্জ আয়াতুল্লাহ মোহাম্মাদী রেশাহরি এবং ইরানের হজ সংস্থার প্রধান মোস্তফা খাকসার গারুদি উপস্থিত ছিলেন।
ইরানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী সাঈদ তুসির কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আহলে বাইয়্যাত (আ.)দের স্মরণে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সাদেক আহানগারান এবং দোয়া কামেলি পড়ে শোনান মোহাম্মাদ রেজা গোলামজাদেহ।
অনুষ্ঠানে ইমাম হোসাইন (আ.) এর স্মরণে প্রশংসামূলক সঙ্গীত পরিবেশন করেন আলী বাকেরী এবং আয়াতুল্লাহ রেশাহরির দোয়া মুনজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। তিনি এতে ইসলামের বিজয় ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেন। # 488328
captcha