IQNA

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব এজতেমার প্রথম পর্ব সমাপ্ত

21:42 - January 23, 2011
সংবাদ: 2069513
আন্তর্জাতিক বিভাগ: হজ্বের পর মুসলমানদের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমা, ঢাকার তুরাগ নদীর তীরে লাখ লাখ মুসলমানদের উপস্থিতিতে জামায়াতের নামাযের পর আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
Daily Star এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত ২১শে জানুয়ারী হতে শুরু হওয়া বিশ্ব এজতেমা আজ জামাতের সাথে নামায আদায় ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আখেরী মোনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি ও সৌভাগ্য কামনা এবং সকলের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা হয়।
এজতেমায় অংশগ্রহণকারীদের জামাতে নামায আদায় করার জন্য বিশেষ স্থানের ব্যবস্থা করাসহ অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য শান্তি শৃংখলা বাহিনীর ১ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
অংশগ্রহণকারী মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ বছরের এজতেমার দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৮শে জানুয়ারী হতে দ্বিতীয় পর্ব শুরু হবে।
মুসলমানদের বৃহৎ এ সমাবেশ ১৯৬০ সাল হতে প্রতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত হয়। মুসলমানরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নামায আদায় করেন ও বিশিষ্ট বক্তাগণের বক্তৃতা শোনেন। গত বছরে এ সমাবেশ যোগ দিতে ৪০ লাখ মুসলমান সমবেত হয়েছিলেন।
এ এজতেমা বাংলাদেশ তাবলিগ জামায়াতের উদ্যোগে মুসলমানদেরকে ইসলামি শিক্ষা গ্রহণ ও ইসলামের মৌলনীতির মান্য করার প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত হয়। এতে প্রদত্ত বিভিন্ন খোতবা আরবী, বাংলা, ইংরেজী, উর্দু, হিন্দীসহ অন্যান্য ভাষায় প্রদান করা হয়। এছাড়া কোরআন বিশেষ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের মোট জনসংখ্যার ১৪ কোটি ৪ লাখ লোক হচ্ছে মুসলমান। যা এদেশের মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগ।#735255
captcha