“ecocci” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই আন্তর্জাতিক সম্মেলন প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড এসোসিয়েশন ইন্ডাস্ট্রি, উজবেকিস্তান শিল্প সংস্থা, ইসলামী শিল্প (ICCI) এর উদ্যোগে অনুষ্ঠিত হবে।
এশিয়ান হালাল পণ্য বিষয়ক আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন ও প্রদর্শনী মূল উদ্দেশ্য ব্যবসায়ী, উদ্যোক্তা, আন্তর্জাতিক বিনিয়োগকারী, যৌথ বিনিয়োগকারীদের হালাল পণ্য সম্পর্কে পরিচিত করা।
এই সম্মেলনের বিভিন্ন দেশের প্রতিনিধিদের হালাল পণ্য সরবরাহ করার জন্য বিভিন্ন ধরণের সুযোগ প্রদান করা হবে।
952351#