IQNA

পাকিস্তানে তাবলিগি ইজতেমাতে কুরআন ও আহকাম শিক্ষা কোর্স

19:42 - February 01, 2016
4
সংবাদ: 2600213
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : আগামী ৯ থেকে ‌‌১২ই ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের ‘সাবি' শহরে ইজতেমা অনুষ্ঠিত হবে। কুরআন ও আহকাম শিক্ষা এ এজতেমার গুরুত্বপূর্ণ কর্মসূচীগুলোর অন্যতম।

বার্তা সংস্থা ইকনা : আগামি ৯ ফেব্রুয়ারি হতে ৪ দিন ব্যাপী পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যের সাবি শহরে শুরু হতে যাওয়া তাবলিগি ইজতেমা'তে আহকাম, আখলাক ও কুরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দেশী ও বিদেশী দুই লক্ষাধিক মুসল্লি এতে অংশগ্রহণ করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি শুক্রবার নাগাদ এ ইজতেমা অব্যাহত থাকবে। বক্তাগণ জনগণকে তাকওয়া অর্জনের প্রতি আহবান জানাবেন।

পাকিস্তানসহ সারাবিশ্বের মুসলমানদের সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়ার মাধ্যমে এ ইজতেমার সমাপ্তি ঘটবে।

বলাবাহুল্য, সম্প্রতি পাঞ্জাব প্রদেশের শিক্ষা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা জনিত কারণে তাবলিগ জামায়াতের তৎপরতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#3471973

প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
wlaqhbfp
0
0
20
wlctadmx
0
0
20
cxihmhgn
0
0
20
xufsxudh
0
0
20
captcha