বার্তা সংস্থা ইকনা: স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক 'আল হাদিস'-এ 'রেড লাইন' নামক সরাসরি এক অনুষ্ঠানে শেখ জুমা মোহাম্মাদ আলী ও 'শেখ মিযু' নামে প্রসিদ্ধ শেখ আব্দুল্লাহ নাসর'কে আলোচনার আমন্ত্রণ জানানো হয়। তাদের আলোচনা চলাকালীন সময়ে এই বিবাদ শুরু হয়।
শেখ আব্দুল্লাহ নাসরের প্রতি শেখ জুমা মোহাম্মাদ আলী ক্ষিপ্ত হয়ে প্রথমে তার শরীরে গ্লাসে থাকা পানি নিক্ষেপ করে এবং তাকে মারার জন্য পায়ের জুতা হাতে নিয়ে বলেন: তুমি খারাপ লোক। আমরা সকলে জানি যে, তুমি মদ পান কর!
এসময় মিযু বলেন: এ জন্য আপনি সন্তুষ্ট, সে আল আজহারকে কদুক্তি করেছে। আল্লাহর অভিশাপ তার ওপর বর্ষিত হোক।
জুমা টেবিলের ওপর থাপ্পর দিয়ে বলেন: হে অবাধ্য! তুমি যখন আল আজহার হতে স্নাতক হওনি, তখন আমাদের তত্ত্বাবধানে ছিলে। আর এখন আল আজহারের শেখদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ।