IQNA

ইমাম জাওয়াদের (আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারে শোকানুষ্ঠান + ছবি

22:59 - September 03, 2016
সংবাদ: 2601509
আন্তর্জাতিক ডেস্ক: ইমামতিধারার ৯ম ইমাম তথা হযরত ইমাম জাওয়াদ (আ.) এর শোকাবহ শাহাদত দিবস ৩০শে জিলকদ। শোকাবহ এ দিবসে বিশ্বের বিভিন্ন দেশে শোকানুষ্ঠান পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম জাওয়াদের (আ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের খাদেমগণ এবং জিয়ারতকারীদের উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের বিভিন্ন প্রাঙ্গণের শোকের প্রতীক কালো নিশানা স্থাপন করা হয়েছে। মাযারের খাদেমগণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীরা উক্ত শোকানুষ্ঠান অংশগ্রহণ করেছেন।
ইমাম আলী (আ.)এর মাযারের খাদেম কমিটির পক্ষ থেকে ইমাম জাওয়াদ (আ.)এর নাম লেখা পতাকা ও ব্যানার উত্থাপন করা হয়। উক্ত শোকানুষ্ঠানে ইরাকের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আব্দুল্লাহ আদ-দোজিলি আহলে বাইতের (আ.)এর শানে বক্তৃতা পেশ করেন।
iqna


captcha