বার্তা সংস্থা ইকনা: এই মসজিদের স্পিকার পরিবেশ বান্ধব এবং স্মার্ট। মসজিদের পেশ ইমাম নামাজের জন্য মেহরাবে দাঁড়ানোর সাথে সাথে স্পিকারটি একা একাই চালু হয় এবং নামাজ শেষ হলে আবার একা একাই বন্ধ হয়ে যায়।
মসজিদটি স্মার্ট হওয়ার কারণে এই প্রকল্পের পর্যবেক্ষকগণ মসজিদের পানি এবং কারেন্টের বার্ষিক বিলের ক্ষেত্রে প্রায় ১০৬২০ দিরহাম (২৯০০ ডলার) সাশ্রয় হবে বলে ধারণা করছে।
স্মার্ট মসজিদ প্রকল্পের সুপারভাইজার হাশিম আল-রিফাই এ ব্যাপারে বলেন: এই ধর্মীয় কেন্দ্রের রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং স্মার্টকরণের জন্য বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫ জন দাতা অর্থ অনুদান করেছেন।
তিনি বলেন: সৌর শক্তির মাধ্যমে মসজিদের লাইট জ্বলে এবং লাইটগুল বন্ধ ও চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রক হিসেবে বিশেষ সেন্সর রয়েছে। এছাড়াও মসজিদের কন্ডিশনারের কাজও সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যা ঠাণ্ডা এবং গরম করার ক্ষেত্রে শীত ও গ্রীষ্মকালে তাপমাত্রার উপর নির্ভর করে।
রিফাই বলেন: এই কাজটি শেষ হতে ৬ মাস সময় লেগেছে এবং পুরাতন মসজিদটিকে স্মার্টে রূপান্তরিত এবং পুনর্নির্মাণ করতে ২৭০ হাজার দিরহাম ব্যয় হয়েছে। সূত্র:
radar2.netiqna