IQNA

"ইসলাম পরিচিতি দিবস" অনুষ্ঠানের আয়োজক সাসকাচোয়ানের পুলিশ

20:37 - November 03, 2017
সংবাদ: 2604239
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার সাসকাচোয়ান শহরের থানায় "ইসলাম পরিচিতি দিবস" অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করার জন্য প্রতি বছর সাসকাচোয়ানের মুসলমানদের পক্ষ থেকে "ইসলাম পরিচিতি দিবস" নামে বিশেষ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়ে আসছে।
এই অনুষ্ঠানটি সাধারণত সাসকাচোয়ানের মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এ বছরে এই অনুষ্ঠানটির দায়িত্ব সাসকাচোয়ানের পুলিশ নিয়েছে।
১ম নভেম্বর পুলিশ বিভাগে "ইসলাম পরিচিতি দিবস" অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অনেক অমুসলিমগণ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিশ্বের বিশটি দেশের প্রসিদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। হিজাবের সাথে পরিচয় এবং হিজাব ব্যবহারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ইসলামের গুরুত্ব এবং বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকজন বক্তা আলোচনা করেছেন। এছাড়াও ইসলাম ধর্মের সাথে পরিচয় করানোর জন্য বেশ কয়েকটি স্টল নির্মাণ করা হয়েছে।
কানাডায় খ্রিষ্টান ধর্মের পর ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। গত অর্ধ শতাব্দীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় মুসলমানদের প্রবেশের ফলে সেদেশে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
iqna



captcha