IQNA

তুরস্কে কুরআনিক কেক নিয়ে তুমুল সমালোচনা

11:10 - April 23, 2015
সংবাদ: 3195171
আন্তর্জাতিক বিভাগ: ২০১৩ সালে তুরস্কে এক কুরআনিক সেমিনারে পবিত্র কুরআনের আকারে নির্মিত একটি কেক শিক্ষার্থীদের মধ্যে পরিবেশনার জন্য সেদেশের বিচার বিভাগীয় তদন্ত কমিটি এ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র মিলাদুন নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে কুরআনের আকারে নির্মিত একটি কেক কাটার জন্য বিরোধী মত পোষণ করেছে তুরস্কের ধর্মীয় সংস্থা।
তুরস্কের কিছু শিক্ষার্থীরা এক কেকটি নির্মাণ করেছে এবং এ কেকটি অগ্রহণযোগ্য বলে অবিহিত করেছে সেদেশর ধর্মীয় সংস্থাগুলো।
3195153

captcha