বার্তা সংস্থা ইকনা: সোভিয়েত ইউনিয়ন দেশসমূহ থেকে রাশিয়ান ভাষীদের নিজেদের প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে আইএসআইএল রাশিয়ান ভাষায় ম্যাগাজিন প্রকাশ করেছে।
রাজনীতিবিদ এবং কাজাখিস্তান স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রেসিডেন্ট ‘ইরল্যান ক্যারিন’ নিজের ফেসবুকের পৃষ্ঠায় লিখেছেন, আইএসআইএলের এ পদক্ষেপের জন্য এ সকল এলাকার জনগণের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যদিও এ ম্যাগাজিনের প্রথম সংখ্যায় তাদের দীর্ঘ দিনের মিত্র ‘জেবহাতুল নাসারা’কে আক্রমণ করেছে এবং আইএসআইএল ও আল কায়দার শত্রুতার ব্যাপারে গুরুত্বারোপ করেছে।
তিনি উল্লেখ করেন: এ বিষয়টি আরও উদ্বেজক হবে, যখন আমরা জানবে কাজাখ’রা তাদের পরিবারবর্গ নিয়ে সারিবদ্ধ হয়ে আইএসআইএলের জঙ্গি বাহিনীতে যোগদান করেছে।
বিগত এক বছর যাবত শুধুমাত্র বিশেষজ্ঞ ও মিডিয়া নয়; বরং রাশিয়া ও মধ্য এশিয়ার রাজনীতিবিদ ও নিরাপত্তা কর্মকর্তাগণও সিরিয়ায় সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের কর্মকাণ্ডের সমর্থন করেছে।
3261776