বার্তা সংস্থা ইকনা : বিষয়ক ভিত্তিক এ প্রশিক্ষণ কোর্স প্রতি সপ্তাহে শুক্রবার তেলাওয়াতের বিষয়ে বিশেষজ্ঞ গড়ে তোলার উদ্দেশ্যে ইরাকের দক্ষিনাঞ্চলীয় যিকার প্রদেশে আয়োজন করা হচ্ছে।
কোর্সটি যিকার প্রদেশের মাজমায়ে কুরআনি’র সাথে সম্পৃক্ত একটি কুরআনিক কেন্দ্রে’র উদ্যোগে এবং ‘আল-ইমাম আল-মুর্তাজা (আ.)’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরাকের তেলাওয়াত ও তাজবিদ বিষয়ক প্রখ্যাত উস্তাদ ‘এমাদ আল-ওয়াজেদি’র তত্ত্বাবধানে প্রতি সপ্তাহের শুক্রবার ইরাকের যিকার প্রদেশের নাসিরিয়া শহরে অনুষ্ঠিত হবে এ কোর্সের ক্লাস।#3297582
সূত্র : বার্তা সংস্থা কাফ