IQNA

আল খাবারু প্রেস হতে প্রকাশিত;

পবিত্র মক্কা শরিফে বোমা বর্ষণ করে আনসারুল্লাহকে দোষারোপ করার জন্য আমেরিকা ও সৌদির ষড়যন্ত্র

23:54 - May 29, 2015
সংবাদ: 3308867
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ান সূত্রের বরাত দিয়ে লেবাননের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়েমেনকে অভিযুক্ত করা এবং সেদেশে হামলার বৈধতা প্রমাণ করাতে নিজেরাই পবিত্র নগরী মক্কায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ও রিয়াদ।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র মক্কা শরিফে বোমা বর্ষণ করে আনসারুল্লাহকে দোষারোপ করার জন্য আমেরিকা ও সৌদির ষড়যন্ত্রের খবর রাশিয়ান গোয়েন্দা সংস্থা প্রকাশ করেছে।
রাশিয়ান গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে লেবাননের আল খাবারু প্রেস জানিয়েছে, পবিত্র নগরী মক্কার কাবা শরীফ এবং এর আশে পাশের অঞ্চলে নিজেরাই বোমা বর্ষণ করে, ইয়েমেনকে দোষারোপ কারার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব ও আমেরিকা।
রাশিয়ান গোয়েন্দা সংস্থা আরও প্রকাশ করেছে, ওয়াশিংটন ও রিয়াদের এ পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে, ইয়েমেনের বিরুদ্ধে এ ষড়যন্ত্র চালিয়ে পবিত্র কাবা শরীফ রক্ষার আহ্বান জানিয়ে মুসলিম দেশ সমূহের নিকট থেকে যুদ্ধের জন্য নিজেদের জনশক্তি বৃদ্ধি করা।
এদিকে ইয়েমেন-সৌদির সীমান্তে যুদ্ধের জন্য বিভিন্ন ইসলামী ও আরব দেশ নিজেদের সৈন্যদের সৌদির হয়ে ইয়েমেনের বিরুদ্ধে লড়তে অস্বীকার করেছে।
টানা ২৭ দিন ইয়েমেনে ‘নিষ্পত্তিমূলক ঝড়’ নামক অপারেশনের মাধ্যমে  নৃশংস ভাবে হামলা চালানোর পর সৌদি আরব গত ২১শে এপ্রিল জানিয়েছে, ‘ইয়েমেন প্রত্যাশা পুনরুদ্ধার’ শিরোনামে নতুন অপারেশন চালানো হবে।
সৌদি আরবের ‘নিষ্পত্তিমূলক ঝড়’ অপারেশনে তিন হাজারের অধিক নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পুনঃ স্থাপন করার উদ্দেশ্যে সৌদি আরব ২৬শে মার্চ সকালে থেকে সেদেশে হামলা চালায়। তবে ইয়েমেনের জনগণ, সেনাবাহিনী এবং আনসারুল্লাহর কঠোর প্রতিরোধের কারণে সৌদি আরব তাদের কোন উদ্দেশ্য সফল করতে সক্ষম হয়নি।
3308793

captcha