IQNA

আসন্ন রমজান মাস উপলক্ষে আলজেরিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন

18:47 - June 05, 2015
সংবাদ: 3311032
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন রমজান মাসে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে হেফজ, তাফসির এবং তাজবিদের আলোকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: আলজেরিয়ার ধর্ম মন্ত্রী মুহাম্মাদ ঈসা এ ব্যাপারে বলেন: এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬৬ টি দেশের নিকট আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। এরমধ্যে মাত্র ১০টি দেশ ইসলামী সহযোগিতা সংস্থার সদস্যের অন্তর্ভুক্ত নয়।
তিনি আরও বলেন: মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু মুসলিম সংখ্যালঘু দেশ যেমন: রাশিয়া, কানাডা, ভারত এবং ফিলিপাইনেও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন।
এছাড়াও  হেফজ, তাফসির এবং তাজবিদের আলোকে জাতীয় কুরআন প্রতিযোগিতা ১ম জুনে  আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় যে শীর্ষ স্থানে উত্তীর্ণ হবে তাকে রমজান মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে। এ প্রতিযোগিতা ২০ থেকে ২৫ বছর যুবকদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন রমজান মাসে হেফজ, তাফসির এবং তাজবিদের আলোকে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মোট ১০ জন প্রতিযোগীকে উত্তীর্ণ হিসেবে নির্বাচন করা হবে এবং সকলকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
3310879

captcha