বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ায় ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইরানী প্রতিনিধি ‘মোহসেন হাজী হাসানি কারগার’ আজ দুপুরে (৮ম জুন) সেদেশে প্রবেশ করেছে। মালয়েশিয়ায় অবস্থিত ইরানের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানিয়েছেন।
মোহসেন হাজী হোসেইনী কারগার তার এ সফরকালে বার্তা সংস্থা ইকনা’র সাংবাদিকের সাথে এক সাক্ষাতকারে এ প্রতিযোগিতায় শীর্ষস্থানে উত্তীর্ণের জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
3312224