IQNA

ইরাকে ‘ক্বারী-এ বাগদাদ’ শীর্ষক তেলাওয়াত প্রতিযোগিতা

4:40 - June 12, 2015
সংবাদ: 3313279
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : তেলাওয়াত বিষয়ক চতুর্থ প্রতিযোগিতা ‘ক্বারী-এ বাগদাদ’ শিরোনামে পবিত্র রমজান মাসে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা : কুরআন বিষয়ক এ প্রতিযোগিতা বাগদাদের ‘কুররাউন নূর’ কুরআন সংস্থার উদ্যোগে এবং এ শহরের ‘ইবনুল জাওয়াদ (আ.)’ হুসাইনিয়া’র (ইমামবাড়ী) সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১১ থেকে ১৩ রমজান নাগাদ ধারাবাহিকভাবে চতুর্থবার বাগদাদে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, বাগদাদের ‘আল-গাজালিয়া’ অঞ্চলে উলুমে কুরআন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হওয়ার তথ্য দিয়েছে ‘আল-ইরাকিয়া’ কুরআন সংস্থা।

১৬০ ছেলে ও মেয়ে শিক্ষার্থী কুরআন বিষয়ক এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। কোর্স শেষে ৮ জনকে তেলাওয়াত বিষয়ক ‘আসেম’ সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে কুরআন বিষয়ক বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।# 3313060

সূত্র : বার্তা সংস্থা ক্বাফ

captcha