IQNA

তুরস্কের প্রদর্শনীতে মিয়ানমারের মুসলমানদের দুর্ভোগের চিত্র + ছবি

23:06 - July 14, 2015
সংবাদ: 3328206
আন্তর্জাতিক বিভাগ: মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানের ওপর সেদেশের সামরিক একনায়কতন্ত্রের অত্যাচারে চিত্রের আলোকে আমেরিকান ফটোগ্রাফার ‘গ্রেগ কনস্টান্টটাইন’এর উদ্যোগে তুরস্ক “ইস্তাম্বুলে” চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত চিত্র প্রদর্শনী ‘কোন স্থানের অধিবাসী; মিয়ানমারের রোহিঙ্গা’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানের ওপর সেদেশের সামরিক একনায়কতন্ত্রের নির্মম অত্যাচারে বিভিন্ন চিত্র এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
মিয়ানমারের সরকার সেদেশের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বসবাসকৃত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্বের অধিকার হতে বঞ্চিত করেছে এবং তারা ১৯৮২ সাল থেকে দেশহীন হিসাবে পরিগণিত হয়ে আসছে। 
দীর্ঘ কয়েক বছর যাবত রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন ও বৈষম্যের পর ২০১০ সালে তাদের প্রতি তীব্র মাত্রায় অত্যাচার শুর হয়। যার বলে তাদেরকে শিক্ষা, কর্ম, চিকিৎসা এবং নিজেদের বাসস্থান ছাড়তে হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে জীবন যাপন করেন আমেরিকান ফটোগ্রাফার ‘গ্রেগ কনস্টান্টটাইন’। তিনি অনগ্রসর সম্প্রদায়ের বেশ কিছু দুর্লভ চিত্র সংগ্রহ করেছেন এবং তুরস্ক “ইস্তাম্বুলে” এ সকল ছবির সমন্বয়ে চিত্র প্রদর্শনী করেছেন।
‘কোন স্থানের অধিবাসী; মিয়ানমারের রোহিঙ্গা’ শিরোনামে উক্ত চিত্র প্রদর্শনী দর্শনার্থীদের প্রদর্শনের জন্য ৩১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এর আগে লন্ডন, ক্যানবেরা, ওয়াশিংটন, ব্রাসেলস, জাকার্তা, ব্যাংকক, টোকিও, জেনেভায়, কুয়ালালামপুর এবং নিউ ইয়র্ক এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ প্রদর্শনী সম্পর্কে গ্রেগ কনস্টান্টটাইন বলেন: “বিশ্বের বিভিন্ন দেশে এ প্রদর্শনী উদযাপন হয়েছে। আমি কোন অর্থ অথবা প্রশংসার জন্য এ প্রদর্শনী উদযাপন করছি না। বঞ্চিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি বর্তমান বিশ্বের জনগণদের সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।
3327930

captcha