IQNA

ঈদুল ফিতরের দিন ভুল ঘোষণা দেওয়ায় ক্ষমা চাইলেন তিউনিসিয়ার মুফতি

22:39 - July 20, 2015
সংবাদ: 3331504
আন্তর্জাতিক বিভাগ: তিউনিসিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখায় ভুল হয়েছে বলে জানিয়েছে সেদেশের গ্র্যান্ড মুফতি ‘শেখ হামাদা সাইদ’ এবং এ ভুলের জন্য জনগণের নিকট ক্ষমা চেয়েছেন তিনি।

বার্তা সংস্থা ইকনা: শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি ভুল হয়েছে। আর এ জন্য জনগণের নিকট আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাইলেই ‘শেখ হামাদা সাইদ’।
শুক্রবার ঈদ দিন ঘোষণা দেওয়ার জন্য তিনি ক্ষমা চেয়ে বলেন: “ভুল করেছি, পবিত্র ঈদুল ফিতর শনিবারে ছিল”।
তিউনিসিয়ার বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে, সেদেশের গ্র্যান্ড মুফতি ‘শেখ হামাদা সাইদ’ জনগণের উদ্দেশ্যে বলেছেন: “শওয়াল মাসের চাঁদ দেখার ব্যাপারে ভুল হয়েছে। আর এ ভুলের জন্য শুক্রবারে ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু পরিবর্তিতের বোঝা গিয়েছে এটা ভুল ছিল এবং তিউনিসিয়ায় শুক্রবারে শেষ রোজা ছিল ও শনিবার ঈদুল ফিতরের দিন ছিল”।
তিনি বলেন: “যখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তখন টেলিভিশনের মাধ্যমে জনগণের নিকট পৌছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অনেকে আমাকে এ কাজ করতে নিষেধ করে। এরফলে জনগণ এ ভুলের স্বীকার হয়। আমার এ ভুলের জন্য আমি তিউনিসিয়ার মুসলিম জনগণের নিকট ক্ষমা প্রার্থনা করছি”।
3330215

captcha