IQNA

অরবাঈন হোসাইনির জিয়ারতের বিশেষ গণমাধ্যম কাভারেজের পরিসংখ্যান ঘোষণা

0:01 - August 20, 2025
সংবাদ: 3477911
ইকনা- কারবালা স্যাটেলাইট চ্যানেল গ্রুপ, যা পবিত্র ইমাম হোসাইন (আ.)-এর দরবারের অধীনে পরিচালিত, অরবাঈন জিয়ারতের জন্য তাদের বিশেষ গণমাধ্যম কাভারেজের পরিসংখ্যান প্রকাশ করেছে। এই কাভারেজে বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিক সরাসরি সম্প্রচার, নানাবিধ অনুষ্ঠান, প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত ছিল।

পবিত্র হোসাইনির দরবারের সূত্রে একনায় জানানো হয়, কারবালা স্যাটেলাইট চ্যানেল গ্রুপ অরবাঈন উপলক্ষে নিজেদের গণমাধ্যম পরিকল্পনা শুরুর পর থেকে পূর্ণাঙ্গ কাভারেজ পরিচালনা করেছে।

কারবালা স্যাটেলাইট চ্যানেল গ্রুপের পরিচালক প্রকৌশলী মোস্তফা মাহদি বলেন, অরবাঈন জিয়ারতের যাত্রাপথে জিয়ারতকারীদের আগমন শুরু হওয়ার সাথে সাথে এই গ্রুপ কাভারেজ শুরু করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অবিরাম সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানগুলো উপস্থাপন করেছে।

তিনি আরও জানান, সরাসরি সম্প্রচার ও রেকর্ডকৃত কাভারেজের মোট সময় ২,২৬,০০৫ ঘণ্টারও বেশি হয়েছে। এই সম্প্রচারগুলো কেন্দ্রীয় স্টুডিও ছাড়াও নাজাফ, বসরা, বাবেল ও দিয়ালিয়া প্রদেশ থেকে পরিচালিত হয়েছে। পাশাপাশি, প্রতিদিন কারবালা শহরের অভ্যন্তরেও সরাসরি ময়দানি কাভারেজ দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই চ্যানেলের ভিউ সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮,৮৩৪,৪৫১। অপরদিকে, ইউটিউবে কারবালা চ্যানেলের অফিসিয়াল পৃষ্ঠার ভিউ সংখ্যা পৌঁছেছে ৮,২৬৩,০৭-এ, যা এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বব্যাপী সম্পৃক্ততার সাক্ষ্য বহন করে।

তিনি আরও বলেন, এই চ্যানেল ৪০টি আধুনিক ক্যামেরা, ৮টি ড্রোন ও ৩টি ওয়্যারলেস ক্যামেরা সিস্টেম ব্যবহার করেছে, যা কাভারেজের পূর্ণাঙ্গতা নিশ্চিত করেছে এবং দর্শকদের উচ্চমানের চিত্র সরবরাহে সহায়তা করেছে।

কারবালা স্যাটেলাইট চ্যানেল গ্রুপের এই প্রচেষ্টা পবিত্র হোসাইনির দরবারের ধারাবাহিক উদ্যোগের অংশ, যা বিশ্বের সামনে অরবাঈন জিয়ারতের প্রকৃত চিত্র উপস্থাপন করে। এভাবে এই লক্ষ-কোটি মুসলিমের জিয়ারতের ধর্মীয়, মানবিক ও সামাজিক দিকগুলো বিশেষভাবে ফুটে উঠেছে। 4300755#

 

captcha