গাযায় ইসরাইলের হাতে মানবতা ও মানবাধিকার বলি হয়েছে এবং অপরাধী ইসরাইলের সাথে সমগ্র পাশ্চাত্য অর্থাৎ পশ্চিমা দেশগুলো বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),যুরা (যুক্তরাজ্য),জার্মানি,ফ্রান্স, তুরস্ক,মিসর,জর্দান,সৌদি আরব,আরব আমিরাত,কাতার, কুয়েত,বাহরাইন ইত্যাদি এই বলিদান যজ্ঞের অপরাধ ও পাপে এক সমান ভাগীদার (শরীক) ও অপরাধী।তাই মানবাধিকার,মানবতা,গণতন্ত্র, শিশু অধিকার,স্বাধীনতা এবং অন্য সকল অধিকার ইত্যাদি হচ্ছে মুখরোচক বুলি যা পশ্চিমাদের মুখে মোটেও শোভা পায় না। পশ্চিমাদের মুখে এ সব বুলি-ফুলি ভূতের মুখে রাম রাম ধ্বনি উচ্চারিত হওয়ার মতই অসার ও অর্থহীন।ইসরাইল ও পাশ্চাত্য বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),যুরা (যুক্তরাজ্য), ফ্রান্স, জার্মানি গং আসলেই মানবতার ভয়ঙ্কর দুশমন।
ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান,