IQNA

গাযায় নিষ্পেষিত ও পিষ্ঠ মানবতা

19:58 - August 22, 2025
সংবাদ: 3477924
বর্বর,অসভ্য,অপরাধী এবং মানবতার ভয়ঙ্কর শত্রু ইসরাইলের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে গাযায় তীব্র খাদ্য সংকট, অভাব ও কৃত্রিম দুর্ভিক্ষে অপুষ্টির শিকার হাড্ডি-কংকালসার এ শিশু এবং এর মতো আরও বহু অগণিত গাযাবাসী ফিলিস্তীনী শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।ক্ষুধা ও তৃষ্ণা এখন গাযাবাসীদের নিত্য সঙ্গী।তীব্র খাদ্যের অভাবে গাযার অনেক শিশু ও নারী মৃত্যু বরণ  করছে।আসলে তাদেরকে ক্ষুধার্ত ও পিপাসার্ত রেখে তিলে তিলে তাদের হত্যা করছে ইসরাইল। গাযার শিশুদের এই অস্বাভাবিক চিত্রই এখন গাযাবাসীদের স্বাভাবিক চিত্র ও অবস্থা!!!

গাযায় ইসরাইলের হাতে মানবতা ও মানবাধিকার বলি হয়েছে এবং অপরাধী ইসরাইলের সাথে সমগ্র পাশ্চাত্য অর্থাৎ পশ্চিমা দেশগুলো বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),যুরা (যুক্তরাজ্য),জার্মানি,ফ্রান্স, তুরস্ক,মিসর,জর্দান,সৌদি আরব,আরব আমিরাত,কাতার, কুয়েত,বাহরাইন ইত্যাদি এই বলিদান যজ্ঞের অপরাধ ও পাপে এক সমান ভাগীদার (শরীক) ও অপরাধী।তাই মানবাধিকার,মানবতা,গণতন্ত্র, শিশু অধিকার,স্বাধীনতা এবং অন্য সকল অধিকার ইত্যাদি হচ্ছে মুখরোচক বুলি যা পশ্চিমাদের মুখে মোটেও শোভা পায় না। পশ্চিমাদের মুখে এ সব বুলি-ফুলি ভূতের মুখে রাম রাম ধ্বনি উচ্চারিত হওয়ার মতই অসার ও অর্থহীন।ইসরাইল ও পাশ্চাত্য বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র),যুরা (যুক্তরাজ্য), ফ্রান্স, জার্মানি গং আসলেই মানবতার ভয়ঙ্কর দুশমন।

ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান,

 

captcha