IQNA

মিসরের খতিব; আরাফাতের দিন ইসলামের বহিঃপ্রকাশের দিন

23:47 - September 27, 2014
সংবাদ: 1454585
আন্তর্জাতিক বিভাগ: মিসরের কানান প্রদেশের ‘আল সাফা’ জামে মসজিদের খতিব ‘শেখ মুহাম্মাদ আব্দুল কাদের’ বলেছেন: আরাফাতের দিনে ইসলামের শক্তির বহিঃপ্রকাশ ঘটে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: খতিব ‘শেখ মুহাম্মাদ আব্দুল কাদের’ গতকাল ২৬শে সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজে বলেন: মুসলিম উম্মাহের ঐক্য জন্য স্তম্বের প্রয়োজন। আর এ স্তম্বের মধ্যে একটি স্তম্ব হচ্ছে তাকওয়া (সংযমশীলতা বা ধর্মানুরাগ অথবা খোদাভীরুতা)।
তিনি আরও বলেন: একটি উম্মতকে সমৃদ্ধশীল করার জন্য নিজেদের শক্তিশালীকরণ, ঐক্য, প্রতিশ্রুতি, ধর্মীয় নীতির অনুগত এবং ধর্মীয় সংস্কৃতির সমর্থন করার প্রয়োজন।
তিনি আরও বলেন: ইসলামিক অভিযানের মধ্যে ধর্মীয় নীতির সুরক্ষা, মতভেদ প্রত্যাখ্যান করা, ইসলামি সত্যতা রক্ষা করার মধ্যে ইসলামের শত্রুদের মোকাবেলা করা এবং ইসলামের বিকৃত চিত্র ইসলাম থেকে দুর করা সহ অন্যান্য ধর্মীয় বিষয় থাকা প্রয়োজন।
আসন্ন আরাফাত উপলক্ষে তিনি বলেন: আরাফাত, মুসলিম ঐক্যের প্রতীক এবং মুসলিম উম্মাহর ঐক্যকে জীবিত রেখেছে। আরাফাত ইসলাম ও মুসলমানদের শক্তির প্রতীক। কারণ বিভিন্ন জাতী এবং ভাষার লোক ইসলামি পতাকার নিচে এসে ইসলামি ভাষায় কথা বলে।
1454245

captcha