IQNA

ইসলামি ইতিহাসের প্রথম মসজিদ সংস্কার ও সম্প্রসারণ করা হবে

9:46 - February 23, 2012
সংবাদ: 2279295
সাংস্কৃতিক বিভাগ : মহানবী (স.) এর শহরে অবস্থিত ইসলামি ইতিহাসের প্রথম মসজিদ ‘মসজিদে কোবা’ সৌদি আরবের ইসলাম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সংস্কার ও সম্প্রসারণ করা হবে।
IINA এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় পর্যালোচনা অব্যাহত রয়েছে এবং এ প্রকল্প সৌদি আরবের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক পাশ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় মসজিদের উঠোন সম্প্রসারণ ও ইনডোর পার্কিং নির্মাণ করা হবে। এ প্রকল্পে ১০ কোটি সৌদি রিয়াল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
মসজিদে কোবার ভিত্তি প্রস্তর স্বয়ং হযরত মুহাম্মাদ (স.) ১ম হিজরীতে মক্কা হতে মদিনায় হিজরত করার পর স্থাপন করেন।
এ মসজিদটি বহুবার সংস্কার করা হয়েছে, তবে প্রথমবার তৃতীয় খলিফা উসমানের যুগে এবং সর্বশেষ ১৪০৫ হিজরীতে এর সংস্কার করা হয়।#957629
captcha