
ইকনা কর্তৃক আনাতোলির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক নৌবহর “সুমূদ” গাজায় খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য “ফ্রিডম ফ্লোটিলা অর্গানাইজেশন”, “গ্লোবাল গাজা মুভমেন্ট”, “কারাভান সুমূদ” এবং মালয়েশিয়ার “সুমূদ নুসান্তারা”–র অংশগ্রহণে প্রস্তুত হয়েছে।
এই নৌবহরটি বহু জাহাজ ও প্রায় ৫০টি দেশের হাজারো কর্মীর সমন্বয়ে গঠিত। নির্ধারিত সময় অনুযায়ী এটি ৩১ আগস্ট স্পেন থেকে এবং ৪ সেপ্টেম্বর তিউনিসিয়া থেকে গাজার উদ্দেশ্যে রওনা হবে।
রামাজান তুনচ, বৈশ্বিক নৌবহর “সুমূদ”-এর তুর্কি প্রতিনিধি দলের সদস্য, বলেন:
“২০০৭ সাল থেকে গাজা ইসরাইলি অবরোধের মধ্যে রয়েছে। আমরা এই অবরোধ ভাঙতে এবং অব্যাহত মানবিক সহায়তা পৌঁছে দিতে শান্তিপূর্ণ, অহিংস ও নাগরিক উদ্যোগের মাধ্যমে একত্রিত হয়েছি।”
তিনি আরো যোগ করেন, বিভিন্ন দেশের সুশীল সমাজের প্রতিনিধি, কর্মী, চিন্তাবিদ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এ কর্মযজ্ঞে অংশগ্রহণ করবেন এবং তুরস্কও ব্যাপকভাবে এতে প্রতিনিধিত্ব করবে।
তুনচ জানান যে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং জোর দিয়ে বলেন:
“আমাদের প্রথম লক্ষ্য হলো জাহাজগুলোকে গাজায় পৌঁছে দেওয়া, এবং এরপর এই জাহাজগুলো আমরা গাজার জনগণের উপহার হিসেবে অর্পণ করবো।”