IQNA

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা দখলকৃত ভূখণ্ডে

9:59 - August 24, 2025
সংবাদ: 3477940
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সা’রী, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র, দখলকৃত ভূখণ্ডে লদ (বেন গুরিয়ন) বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছেন।

ফিলিস্তিন তথ্যকেন্দ্রের উদ্ধৃতিতে ইকনার প্রতিবেদনে বলা হয়েছে: ব্রিগেডিয়ার সারী জানান, ইয়েমেন সেনাবাহিনীর ড্রোন ইউনিট দুইটি ড্রোনের মাধ্যমে হাইফা ও আশকেলনে একটি সামরিক এবং আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাঁর বিবৃতিতে জোর দিয়ে বলেন যে, সমগ্র মহান ইয়েমেনের জনগণের সাথে এই দেশ গাজার মুজাহিদ ও অটল ভাইদের বীরত্ব ও ত্যাগের প্রশংসা ও সম্মান জানাচ্ছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে, আমাদের মুজাহিদ ভাইয়েরা গাজায় উম্মাহর শত্রুদের মুখোমুখি হয়ে সর্বোচ্চ উদাহরণ উপস্থাপন করছেন এবং আল্লাহর পথে ইসলামী উম্মাহর মর্যাদা ও সম্মান রক্ষার জন্য নিজেদের জীবন ও সমস্ত কিছু উৎসর্গ করছেন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র গাজার মুজাহিদদের উদ্দেশে বলেন: ইয়েমেন তার বিশ্বস্ত জনগণ, মুজাহিদ সেনাবাহিনী ও দৃঢ় নেতৃত্বসহ আপনাদের পাশে থাকবে, যতক্ষণ না আপনাদের উপর আক্রমণ থামে এবং অবরোধ তুলে নেওয়া হয়।” 4301267#

 

captcha