Foire-musulmane-de-paris ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি উৎপাদন বিষয়ক ১৪তম প্রদর্শনী ফ্রান্সের ইসলামি সংস্থাসমূহ বিষয় ইউনিয়নের উদ্যোগে মুসলমানদের ২৯ তম বার্ষিক পূনর্মিলনের পাশাপাশি প্যারিসের বৃহৎ পার্ক ‘বুরঝে’তে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ প্রদর্শনীতে ইসলামি শরিয়ত সম্মত পন্যসমূহের উৎপাদক, মুসলিম প্রকাশকগণ, ফরাসী ভাষাভাষী ইসলামি বার্তা সংস্থাসমূহ এবং মানবিক ও ইসলাম বিষয়ক উচ্চতর শিক্ষাকেন্দ্রসহ অন্যান্য ইসলামি সংস্থা তাদের বিভিন্ন কর্ম ও উৎপাদন উপস্থাপন করবেন।
এ প্রদর্শনীতে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পন্য উপস্থাপন ছাড়াও, ইসলাম ও মুসলমানদের অবস্থার পর্যালোচনার লক্ষ্যে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।#958488